Hoop News

রাম মন্দিরের পালটা চাল মমতার, রথযাত্রাতেই উদ্বোধন দিঘার জগন্নাথ মন্দিরের! প্রকাশ্যে নয়া আপডেট

কিছুদিন আগেই হয়েছে হকার উচ্ছেদ। বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্র দিঘাকে (Digha) আরো সুন্দর করে সাজিয়ে তুলতে বড় উদ্যোগ নিয়েছে প্রশাসন। এর মধ্যে অন্যতম জগন্নাথ মন্দির (Jagannath Temple), যা দিঘার সৌন্দর্যায়নে অন্য মাত্রা সৃষ্টি করবে। আর দিন কয়েক পরেই রথযাত্রা। উৎসব উপলক্ষে সাজিয়ে তোলা হচ্ছে দিঘার জগন্নাথ মন্দির। জোর কদমে চলছে মন্দির নির্মাণ। কাজ প্রায় শেষের পথে। পাশাপাশি রথ তৈরির কাজও চলছে পুরোদমে।

আগামী ৭ ই জুলাই, রবিবার রথযাত্রা। এই সময় পুরীতে তিল ধারণের জায়গা থাকে না। অনেক দিন আগে থেকেই জগন্নাথ ধামে শুরু হয়ে গিয়েছে সাজো সাজো রব। কাতারে কাতারে পুণ্যার্থী, দর্শনার্থীরা এ সময় ভিড় করে পুরীতে। তবে ইচ্ছা থাকলেও সবার পক্ষে এ সময় ভিড়ের মধ্যে পুরীতে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই সর্বস্তরের সাধারণ মানুষের কথা ভেবেই দিঘায় জগন্নাথ মন্দির তৈরির কাজ শুরু হয়েছে। ২০২২ সালে মন্দির নির্মাণ কাজ শুরু হয়, যা এখন প্রায় শেষের পথে।

এমতাবস্থায় প্রশ্ন উঠতে শুরু করেছে, ৭ ই জুলাই রথযাত্রার দিনই হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন? তবে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনই মন্দির উদ্বোধনের কোনো সম্ভাবনা নেই। কারণ মন্দির নির্মাণ সম্পূর্ণ হয়নি। দিঘা রেল স্টেশনের কাছে ভগিব্রহ্মপুর মৌজায় ২৫ একর জমির উপরে গড়ে উঠছে জগন্নাথ মন্দির। মোট ২০০ কোটি টাকা লেগেছে এই মন্দির তৈরিতে।

সম্প্রতি মন্দির নির্মাণকারী সংস্থা হিডকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি, দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক শৌভিক ভট্টাচার্য সহ আরো কয়েকজন প্রশাসনিক আধিকারিকরা মন্দির পরিদর্শনে গিয়েছিলেন। তবে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের বিষয়ে এখনো পর্যন্ত কোনো ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles