ইউভানের প্রথম সরস্বতী পুজো, মায়ের কোলে বসে অঞ্জলি দিল ছোট্ট খুদে
রাজের পরিনীতা আর কেউ নয়, সে হল শুভশ্রী। প্রথমে এদের কাজের সূত্রে আলাপ। তারপর একে অপরের সাথে প্রেম। তারপর একদিন সবাইকে চমকে দিয়ে হঠাৎ করে বাগদান পর্ব সেরেই নিলেন। রূপকথার থেকে কম রোমাঞ্চকর নয় রাজ-শুভশ্রীর প্রেমের গল্প। অনেক টানাপোড়েন, অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল এই জুটিকে। তারপর ধুমধাম করে ২০১৮ সালে ৬ ই মার্চ বিয়েটা সেরেই নিলেন। ভালোবেসে ভক্তরা নাম দেন “রাজশ্রী”। এরপর শুরু হয় এদের সুখের সংসার। রাজের সংসারে এসেছে এখন নতুন অতিথী। বিয়ের দুবছর পরই এই লাভ বার্ডসের ঘরে আলো করে এসেছে তাঁদের রাজপুত্র ইউভান।
বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মা হওয়ার পর আরো বেশি জনপ্রিয় হয়ে উঠছেন। কখনো ইউভানের মা তো কখনো রাজের ঘরণী হিসেবে নিত্যদিনই খবরের শিরোনামে আছেন অভিনেত্রী। টলিউডের এই হট ফেভারিট জুটি সকলের কাছে বড্ডো প্রিয়। কখনো পার্টি থেকে ফ্যামিলি আড্ডা সবেতেই লাভ বার্ডসদের নিয়ে উন্মাদনার পারদ সর্বদাই তুঙ্গে রয়েছে নেট দুনিয়ায়। আজ বাগদেবীর আরাধনা। ইউভানের জন্মের পর প্রথম সরস্বতী পুজো আর তাতেই মেতে উঠলেন রাজশ্রী।
এই সরস্বতী পুজো হয় রাজের অফিসে। আর এই পুজো বরাবর পেজ থ্রিয়ের পাতায় জায়গা করে নিয়েছে। হলুদ, সবুজ রঙের পোশাকে সেজেই সরস্বতী পুজোর আসরে উপস্থিত হন রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি। রাজ এই দিন হলুদ পাঞ্জাবি আর সাদা ধূতি পড়ে বাঙালি বাবু হয়ে এসে উপস্থিত হয়েছেন আর শুভশ্রী হালকা সবুজ সালোয়ারে সাজলেন শুভশ্রী, সঙ্গে ঘন সবুজ ভেলভেট ওড়না। মাথায় জ্বলজ্বল করল লাল সিঁদুর। কানে ভারি দুল। এই দিন রাজের সাথে দুই ভাগ্নি উপস্থিত ছিলেন। রাজ-শুভশ্রীর পাঁচ মাসের পুত্র ইউভান। মাম্মার সঙ্গে মিল রেখে সবুজ শার্ট পরেছিল পুঁচকে ইউভান, সঙ্গে ডেনিম পড়ে মাম্মার কোলে বসে পুজো দেখলেন।
পুজোর আয়োজনও ছিল বেশ জাঁকজমকভাবে। বাগদেবীর সামনে সাজানো ছিল গাঁদা ফুল দিয়ে৷ এছাড়া ছিল নানান রকমারি ফলপ্রসাদ। সেজে উঠেছে পুজোর মন্ডপ। পুরোহিত এসে সংস্কৃত মন্ত্রোচ্চারণে হল পুজো। পুজোতে উপস্থিত ছিল একঝাঁক অতিথি। অন্যদিকে একেবারে ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং আত্মীয়দের নিয়েই পুজোর আয়োজন করেছিলেন পরিচালক। আবীর, অদ্রীজা সকলের সাথে সেলফি তুললেন। এছাড়া ও ইউভান এই পুজোতে মায়ের কোলে বসে বাণীবন্দনায় মগ্ন হলেন। অতিথি আপ্যায়নে ছিল খিচুড়ি, লাবড়া, কড়াইশুটির কচুরি, আলুরদম, পায়েস, মিষ্টি।
View this post on Instagram