আজই শেষ দিন সস্তায় সোনা কেনার!
২১ শে মে, আজই হল সস্তায় সোনা কেনার আদর্শ দিন। হাতে মাত্র আর কয়েক ঘণ্টা বাকি, একটু চেষ্টা করলেই আপনি হতে পারে লাভবান অন্যান্যদের তুলনায়। সস্তায় সোনা কেনার আজ শেষ দিন। তাই দেরি না করে জেনে নিন বিস্তারিত।
বর্তমানে, ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৪৮,৫২০ টাকা ৷ এরকম পরিস্থিতিতে সস্তায় সোনা কেনার দারুণ সুযোগ নিয়ে হাজির সরকার ৷ শুক্রবার সরকারি এই অফারের সুবিধা নেওয়ার শেষ দিন ৷
যারা Sovereign Gold Bond Scheme সম্পর্কে জানেন না তাদের জন্য এই স্কিম সম্পর্কে জানা খুব জরুরি। 2021-22 আর্থিক বছরের জন্য Sovereign Gold Bond Scheme এর প্রথম কিস্তি ১৭ মে থেকে শুরু হয়েছে ৷ ২১ মে অর্থাৎ আজ এই স্কিমের শেষ দিন ৷ আপনি যদি এখানে সাবস্ক্রাইব করেন তবে সাবস্ক্রিপশন পিরিয়ডের সময় বন্ডের ইস্যু প্রাইস ৪,৭৭৭ টাকা প্রতি গ্রাম ঠিক করা হয়েছে ৷ অথার্ৎ ১০ গ্রামের দাম হবে ৪৭৭৭০ টাকা ৷
এই স্কিমের জন্য আপনাকে অনলাইনের সাহায্য নিতে হবে। কোনো দোকানে গেলে আপনি সস্তায় সোনা কিনতে পারবেন না যদিও। এক্ষেত্রে এই সরকারি স্কিমে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। এক্ষেত্রে আপনি ডিজিটাল পেমেন্ট করলে পাবেন বাড়তি সুবিধা,যেমন – প্রতি গ্রামে ৫০ টাকার অতিরিক্ত ছাড় পাবেন। এমনকি গোল্ড বন্ড কিনলে প্রতি ১০ গ্রাম সোনায় ৫০০ টাকার বাড়তি ছাড় পাবেন ৷ তাহলে আর দেরি কেন? নতুন এই স্কিমে অর্থ সংযোগ করে দেখতে পারেন।