BollywoodHoop Plus

জন্মদিনেও পেলেন না রেহাই, ক্যান্সার আক্রান্ত কিরণ খেরকে ‘মোদীর চেলা’ বলে কটাক্ষ

গত ১৪ই জুন ছিল এমন একটা দিন যেদিন কোনো অভিনেতা অভিনেত্রীর জন্মদিন বেশি হাইলাইট হয়নি। সেদিন শুধুই ছিল সুশান্ত সিং রাজপুতের দিন। সর্বত্রই তার ছবি আর তাকে নিয়ে বিভিন্ন আর্টিকেল। কিন্তু, গত ১৪ ই জুন ছিল প্রবীণ অভিনেত্রী কিরণ খেরের জন্মদিন।

বহু মানুষ তার জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তাই নিজেই ইনস্টাগ্রাম ভিডিওতে এসে সকলকে ধন্যবাদ জানান কিরণ খের। এই ১৪ ই জুন ৬৯ বছর বয়সে পা দিলেন অভিনেত্রী ও রাজনীতিবিদ কিরণ খের। তিনি চন্ডীগরের বিজেপি সাংসদ। অসুস্থ হওয়ার কারণে নিজের কেন্দ্রে বিগত বেশ কয়েক মাস ধরেই তিনি অনুপস্থিত ছিলেন। অবশ্য তন্মধ্যে জানা যায় তিনি ক্যান্সারে আক্রান্ত।

১ লা এপ্রিল কিরণ খেরের স্বামী অনুপম খের একটি পোস্টে লেখেন এবং জানান, ” অনেকদিন ধরেই নানান জল্পনা শুরু হয়েছিল কিরণের শারীরিক অবস্থা নিয়ে৷ তবে এটি কোনো গুজব নয়, কিরণ ভুগছেন মাল্টিপল মায়লোমায়৷ এটা একটি ধরনের ব্লাড ক্যান্সার৷ আপাতত তাঁর চিকিৎসা চলছে এবং আমরা নিশ্চিত যে কিরণ এই যুদ্ধ জয়ী হবেন৷ কিরণ খুবই সাহসী মানসিকতার এবং লড়াকু৷’

 

View this post on Instagram

 

A post shared by Kirron Kher (@kirronkhermp)

এবারে জন্মদিনেও স্ত্রীর পাশে থেকে সকলকে শুভেচ্ছা জানান অনুপম। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও জন্মদিনের শুভেচ্ছা জানান কিরণ খেরকে। এদিন চিঠি লিখে প্রধানমন্ত্রী কিরণকে জানান, ‘জন্মদিনে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনার দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্যের কামনা করি। ঈশ্বরের কাছে প্রার্থনা করব, তিনি আপনাকে সর্বদা রক্ষা করুন। আপনার সমাজ সেবা জারি থাকুক। অভিজ্ঞতার সাহায্য নিয়ে এবং নেতৃত্ব দিয়ে এই দেশকে আরও উচ্চতায় নিয়ে যান। আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধির কামনা করি। আরও এক বার জন্মদিনের শুভেচ্ছা জানাই আপনাকে।’ শেষে লেখা, ‘আপনার নরেন্দ্র মোদী।’

 

View this post on Instagram

 

A post shared by Kirron Kher (@kirronkhermp)

পাল্টা ধন্যবাদ জানিয়ে কিরণ বলেন,‘জন্মদিনে আপনার আন্তরিক শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমি কৃতজ্ঞ।’ কিন্তু, যারা সমালোচনা করার তারা করবেই। তাই জন্মদিনের দিন রেহাই পেলেন না অভিনেত্রী। কেউ কেউ এদিন কমেন্ট করে বলেছেন ‘প্রধানমন্ত্রীর চেলা’, কেউ বলেছেন,‘গোটা দেশটাকে শ্মশান বানিয়ে দিল এই সরকার।’

Related Articles