whatsapp channel
Hoop Life

বর্ষাকালে চালের পোকা দূর করুন ৫টি প্রাকৃতিক উপায়ে

বর্ষাকালে প্রায়শই চালের মধ্যে পোকা ধরে কিন্তু কয়েকটি সহজ উপাদান দিয়ে আপনি এই চালের পোকা দূর করতে পারেন।

জেনে নিন এই ৫ টি সহজ উপায় -»

১) চড়া রোদ -»
সূর্য আমাদের সমস্ত শক্তির উৎস। তাই যেকোনো কিছুতে যদি পোকা লাগে, ব্যাকটেরিয়ার ধরলে তাহলে অবশ্যই রোদে দেওয়া উচিত। যখনই বর্ষাকালে সামান্য চড়া রোদ উঠবে তখনই চাল শুকোতে দিন তাহলে একেবারে চলে যাবে।

২) নিম পাতা -»
নিম পাতার সমস্ত কিছু থেকে ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। তাই চালে যদি পোকা থাকে অবশ্যই নিমপাতা কয়েকটা কৌটোর মধ্যে ফেলে দিন, দেখবেন সহজে উধাও হয়ে গেছে।

৩) গোলমরিচ -»
যদি চালের পোকা ধরে, তাহলে চালের কৌটোর মধ্যে কয়েকটা গোলমরিচ ফেলে রেখে দিন দেখবেন কয়েক নিমেষের মধ্যে চালের পোকা সমস্ত উধাও হয়ে গেছে।

৪) লবঙ্গ -»
লবঙ্গর যেমন গুনাগুন আছে ঠিক তেমনই চালের পোকা ধরা রোধ করতে কয়েকটা লবঙ্গ ফেলে দিয়ে দেখতে পারেন। নিমেষের মধ্যে চালের পোকা উধাও হয়ে যাবে।

৫) শুকনো লঙ্কা -»
পোকা ধরা চালের কৌটোর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ফেলে রাখতে পারেন, এতে সহজেই চালের পোকা দূর হয়ে যাবে।

whatsapp logo