বাবার মৃত্যুবার্ষিকীতে এল সুখবর, ডক্টরেট সম্মানে ভূষিত হলেন সকলের প্রিয় জুন আন্টি
‘শ্রীময়ী’ ধারাবাহিকে এই মুহূর্তে জুন আন্টি জেলে। কিন্তু, জেল থেকেই সুসংবাদ পেলেন জুন আন্টি ওরফে ঊষসী চক্রবর্তী। এখন তিনি ডক্টরেট। হ্যাঁ, উষসীর মুকুটে জুড়ে গেল নতুন পালক! আরো একটা নতুন পরিচয় পেলেন এই জনপ্রিয় অভিনেত্রী। খলনায়িকা হয়ে যেমন ছোট পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন তেমনই বাস্তব জীবনেও নিজের সেরাটুকু দিয়ে নতুন সম্মানে ভূষিত হলেন।
একটা সময় অভিনেত্রীর বাবা প্রয়াত শ্যামল চক্রবর্তী খুব করে চাইতেন যে তাঁর মেয়ে পিএইচডি শেষ করুন। এক বছর আগে ৬ আগস্ট করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল নেতা শ্যামল চক্রবর্তীর। ঊষসীর কথায়, ‘‘তিনি সারাক্ষণ গবেষণা পত্র জমা দেওয়ার তারিখ নিয়ে জানতে চাইতেন। তাড়াও দিতেন। তখন বুঝিনি, আসলে বাবার চলে যাওয়ার তাড়া ছিল!’’
সেই বাবার মৃত্যু বার্ষিকীর দিনেই ডক্টরেট উপাধি পেলেন অভিনেত্রী। ব্যাপারটা কাকতালীয় হলেও সত্যি। এদিন,ঊষসী নিজেই জানান, “কাকতালীয় ভাবে আমি আমার বাবার প্রথম মৃত্যুবার্ষিকীর দিনেই ডক্টরেট ডিগ্রি হাতে পেলাম!” এরমধ্যে এক সংবাদমাধ্যমে আপ্লুত অভিনেত্রী জানান, “জানি, বাবা কোথাও নেই। এই ঘটনার পরে খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে, বাবা আমায় ছেড়ে যাননি।’’
যাঁরা বিশ্বাস করেন মৃত্যুর পরেও কোনও ভাবে মানুষ রয়ে যান, দূর থেকে দেখতে পান সব কিছু, তাঁদের মতো করে ভাবতে ইচ্ছে করছে একটা দিন। ঠিক এভাবেই এদিন আবেগে ভাসলেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। অবশ্য, আবেগে থাকলেও বাস্তব ভোলেনি তিনি। তার কথায়, ‘এবার আমায় ডক্টর বলতে পারবেন। তবে আমাকে উষসী বলে ডাকলেই বেশি খুশি হব। আমি একজন অভিনেত্রী, পারফর্মার ও বিনোদনদাতা। সেটাই আমার প্রাথমিক পরিচয়’।