Hoop PlusTollywood

খুব শীঘ্রই শ্রাবন্তীর পরিবারে আসছে নতুন সদস্য, নিজের মুখে সুখবর জানালেন অভিনেত্রী

আগস্ট মাস অভিনেত্রী শ্রাবন্তীর কাছে খুবই স্পেশাল। ১৩ আগস্ট নিজের জন্মদিন আর ঠিক পরের দিন ১৪ আগস্ট তাঁর ছেলে ঝিনুকের জন্মদিন। অভিনেত্রীর নিজস্ব জীবনে যাই হয়ে থাক তবে নিজের ছেলে আর পুরো পরিবারকে নিয়ে দিব্যি আছেন অভিনেত্রী। এবারে অভিনেত্রীর জন্মদিনটা বেশ স্পেশাল। পরের দিন ছেলে ১৮ তে পা দিল অন্যদিকে অভিনেত্রীর ঘরে এলো সুখবর।

সেই সুখবর নিজেই দিলেন অভিনেত্রী। অভিনেত্রীর বাড়িতে আসছে নতুন সদস্য। ১৮ বছর ধরে দায়িত্বশীল মায়ের ভূমিকা পালন করেছেন। এবার মাসির দায়িত্ব অভিনেত্রীর কাঁধে আসতে চলেছে। হ্যাঁ অভিনেত্রী শ্রাবন্তীর দিদি স্মিতা ঘোষ খুব শীঘ্রই প্রথম সন্তানের মা হতে চলেছেন। তাই এই সময়ে দারুণ এক্সাইটেড শ্রাবন্তী। হবে নাই বা কেন, এত বছরের অপেক্ষার পর চ্যাটার্জি আর ঘোষ পরিবারে আসতে চলেছে নতুন সদস্য।

অভিনেত্রী জানান, তাঁর দিদি স্মিতা ঘোষ এখন শেষ পর্যায়ের অন্তঃসত্ত্বা, এমনকি কিছুদিনের মধ্যেই তাদের বাড়িতে আসছে নতুন অতিথি, আর সেই অতিথির জন্য অপেক্ষা করছেন হবু মাসি। প্রথম মা হওয়ার অনুভূতি কি অভিনেত্রী তা ভালো করে জানেন। তাই এই সময় দিদির একটু বেশি যত্ন নিচ্ছেন। মা হওয়ার অনুভূতি কতটা স্পেশাল, তা শ্রাবন্তী ভালো করে জানেন। তাই মাসি হওয়ার আনন্দে আত্মহারা। হবু মা আর দিদির এই নতুন জীবন নিয়ে খুব আনন্দে আত্মহারা অভিনেত্রী। দিদিকে নিয়ে অভিনেত্রীর পুরো পরিবার ব্যস্ত।

শ্রাবন্তী দুই বোন। ছোট থেকেই অভিনেত্রীর সবচেয়ে কাছের আর প্রিয় বন্ধু তাঁর দিদিরা। অভিনেত্রীর জীবনের নানান চড়াই-উৎরাইতে দিদির পাশে থেকেছে অভিনেত্রীর দিদি। ২০১৬ সালের ডিসেম্বরে ভালোবেসে বিয়ের বাঁধনে বাঁধা পড়েছিলেন স্মিতা ও সুজয়। শ্রাবন্তীর দিদি স্মিতা একসময়ে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। ‘শপথ’ নামের একটি সিনেমা আর ‘মৌচাক’ ধারাবাহিকে কাজ করেছেন স্মিতা। তবে এখন স্মিতা একজন সুখী গৃহিনী।

অভিনেত্রী এখন নিজের নিজস্বী জীবন ভুলে অভিনয়কে গুরুত্ব দিচ্ছেন। মঙ্গলবার নবাগতা পরিচালক রাহুল মুখোপাধ্যায় পরিচালিত দেব রুক্মিণী অভিনীত কিশমিশ ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী। এছাড়া দেবের সঙ্গে ‘খেলাঘর’ ছবির শ্যুটিং শুরু করবেন শ্রাবন্তী। আর এই সময়ে দিদির যত্ন নিচ্ছেন।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

Related Articles