whatsapp channel

ছোট্ট কাঁকরের উপর ভারতের ম্যাপ এঁকে তাক লাগালেন বীরভূমের যুবক, রইল সেই ছবি

একটি ছোট্ট কাঁকরের ( 3mm) মধ্যে ভারতের ম্যাপ এঁকে তাক লাগালেন এক যুবক। শুধু ভারতের ম্যাপই নয়, একটি রুলের মধ্যে তৈরি করে ফেলেছেন ইন্ডিয়ান আর্মির একটি প্রতিমূর্তি। যার মাথায় রয়েছে…

Avatar

HoopHaap Digital Media

একটি ছোট্ট কাঁকরের ( 3mm) মধ্যে ভারতের ম্যাপ এঁকে তাক লাগালেন এক যুবক। শুধু ভারতের ম্যাপই নয়, একটি রুলের মধ্যে তৈরি করে ফেলেছেন ইন্ডিয়ান আর্মির একটি প্রতিমূর্তি। যার মাথায় রয়েছে টুপি, ডান হাতে ব্যাগ এবং বাঁ হাতে বন্দুক আর নিচে ভারতবর্ষ।

ছোট্ট কাঁকরের উপর ভারতের ম্যাপ এঁকে তাক লাগালেন বীরভূমের যুবক, রইল সেই ছবি
রুলের ওপর আর্মির ডিজাইন

এই অসাধারণ কাজটি করেছেন, মাত্র ১৮ বছর বয়সী যুবক সুরজিৎ মন্ডল। বীরভূমের লাভপুর থানার অন্তর্গত ভাটরা গ্রামের বাসিন্দা ওই যুবক। তার এই অসাধারণ কাজের জন্য তাকে কুর্নিশ জানাতে হয়। দেশের আনাচে-কানাচে কতইনা প্রতিভা লুকিয়ে থাকে। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে সম্ভব হয় এই সমস্ত প্রতিভাকে বিশ্ব দরবার এর কাছে পৌঁছে দেওয়া।

ছোট্ট কাঁকরের উপর ভারতের ম্যাপ এঁকে তাক লাগালেন বীরভূমের যুবক, রইল সেই ছবি
কাঁকরের উপর আঁকা ভারতীয় ম্যাপ

প্রত্যেক মানুষের জন্মের সময় কিছু না কিছু প্রতিভা নিয়ে জন্মায়, তবে পরবর্তী কালে কোন পরিস্থিতির চাপে সেই সমস্ত প্রতিভায় ধামা চাপা পড়ে যায়। তবে এই যুবক তার প্রতিভাকে নিজের মধ্যে আটকে রাখেনি, তার মনের মধ্যে থেকে এই সুপ্ত প্রতিভা বেরিয়ে এসেছে তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে। সামান্য কাঁকরকে ভিত্তি করেই সে সৃষ্টি করেছে তার শিল্পীসত্তা।

ছোট্ট কাঁকরের উপর ভারতের ম্যাপ এঁকে তাক লাগালেন বীরভূমের যুবক, রইল সেই ছবি
রুলের আর্মি বানাচ্ছেন সুরজিৎ
whatsapp logo
Avatar
HoopHaap Digital Media