Hoop StoryHoop Viral

Viral: সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে প্লাস ফিগারেই দুর্দান্ত নাচলেন যুবতী, রইলো ভিডিও

নাচতে হলে সবসময় শরীরকে পাতলা করতে হবে সরু কোমরের সকল পুরুষ মানুষের হৃদয় একেবারে সহজেই কেড়ে নেওয়া যাবে, এই ভুল ভাবনা মানুষের মধ্যে একেবারে গেঁথে রয়েছে। কিন্তু আপনি কি জানেন যে প্লাস ফিগারে ও আপনি অসাধারণ নাচতে পারেন। শুধু যদি আপনার মনের মধ্যে একটু কনফিডেন্স থাকে। কে কি বলল বা না বলো তাতে খুব একটা যায়-আসেনা। নাচ গান আবৃত্তি মানুষ মনের আনন্দে করে। হ্যাঁ, হয়তো অন্য কাউকে আনন্দ দেওয়ার দায়িত্ব থাকে শিল্পীদের। কিন্তু যে সমস্ত মানুষেরা শরীর নিয়ে ব্যঙ্গ করে বা রঙ্গ তামাশা করে তাদেরকে আনন্দ দেওয়ার কোন প্রয়োজন পড়ে না।

সম্প্রতি এইশু নামে একটি ইউটিউব চ্যানেলের ভিডিওটি পাবলিশ হচ্ছে এক সপ্তা আগে পাবলিশ হয়েছে শ্রেয়া ঘোষালের গাওয়া এবং সুন্দরী গানটি এখন প্রত্যেকের মুখে মুখে ফিরছে অসাধারণ গান গেয়েছেন শ্রেয়া। এক সপ্তা আগে ভিডিওটি প্রকাশ করার পরেই হুহু করে মানুষের মধ্যে পৌঁছে গেছে ভিডিওটি পৌঁছেছে প্রায় ৫ লক্ষ মানুষের কাছে প্রশংসা করেছেন অনেক মানুষ। যুবতী প্রমান করে দিয়েছেন, যে নাচতে গেলে সব সময় যে রোগা, পাতলা, সরু কোমর হতে হবে, এমন না প্লাস ফিগারেও যে মানুষের মন জয় করা যায় তা সত্যিই প্রশংসনীয়।

মিডিয়ার মাধ্যমে কত কিছুইনা ভাইরাল হয়, বিশেষ করে নতুন প্রজন্মের প্রতিভা প্রকাশ করার একমাত্র প্লাটফর্ম হল সোশ্যাল মিডিয়া। এছাড়াও বর্তমানে মানুষ যখন কার্যত গৃহবন্দি হয়ে বসেছে তখন মন খারাপের একমাত্র সময় কাটানোর অংশ হলো, এই সোশ্যাল মিডিয়ার বিনোদন মাধ্যম এর মাধ্যমে আনন্দ পায়। আবার নতুন কিছু শেখাও খুব সহজ হয়েছে। তাই আর দেরি না করে অবশ্যই দেখে ফেলুন পরম সুন্দরী গানের সঙ্গে এই যুবতীর অসাধারণ নাচ-

Related Articles