Hoop LifeHoop Tech

ফ্রিজের ভিতর অতিরিক্ত বরফ জমা কিভাবে বন্ধ করবেন

অনেক সময় ফ্রিজে জমাট বেঁধে যায় বরফ। যার জন্য ফ্রিজের মধ্যে থাকা অনেক জিনিসপত্রই বার করতে অসুবিধা হয়। ফ্রিজের মধ্যে থাকা বরফ বার করতে গিয়ে অনেক সময় জিনিসপত্র ভেঙ্গেও যায়। এই সমস্যা থেকে বাঁচতে কতগুলি নিয়ম মেনে চলুন

১) ফ্রিজ থেকে বরফ পরিষ্কার করতে ব্যবহার করুন প্লাস্টিক কিংবা কাঠের কোন উপাদান। ফ্রিজের পাশেই একটা ছোট পাত্রে রাখুন জমাটবাঁধা বরফ গুলি সেই পাত্রের মধ্যে রেখে দিন।

২) ফ্রিজ খোলার পরে ফ্রিজের দরজা ভাল করে বন্ধ করতে হবে। শুধু ফ্রিজের দরজাই নয়, ডিপ ফ্রিজের দরজাও বন্ধ করতে হবে। আমরা অনেক সময় ফ্রিজ থেকে জিনিসপত্র নিয়ে ঠিকঠাক মতন ফ্রিজ বন্ধ করি না।

৩) খাবার ঠান্ডা হলে তবেই ফ্রিজের মধ্যে তুলে রাখুন কারণ গরম খাবারে বরফ বেশি জমে।

৪) বাইরের আবহাওয়া কম থাকলে সেই অনুযায়ী ফ্রিজের তাপমাত্রা সেট করে নিন। আমরা অনেকেই এই বিষয়গুলো খেয়াল করি না। শীতকালে উইন্টারে, বর্ষাকালে মনসুনে এবং গ্রীষ্মকালে সামারের রেগুলেটর ঘুরিয়ে রাখুন।

৫) সারাদিনে ১ ঘন্টা ফ্রিজ বন্ধ করে রাখতে হবে।

Related Articles