Hoop Life

Skin Care: শীতকালে রুক্ষ শুষ্ক ত্বক? বাড়িতে বানিয়ে মেখে ফেলুন ঘরোয়া ময়েশ্চারাইজার

শীতকাল পড়ছে মানে হাতে, পা কিন্তু তা ফাটতে শুরু করেছে, তাই যত্ন নিন প্রথম থেকেই শীতকালের এই হাত পায়ের টান যদি প্রথম থেকেই যত্ন না নেন তাহলে কিন্তু ত্বকের অবস্থা খুবই খারাপ হবে, তাই এই খারাপ অবস্থা যাতে না হয় তাই খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন অসাধারণ ময়েশ্চারাইজার। খুব সহজ-সরল উপাদান দিয়ে আপনি খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন ময়েশ্চারাইজার।

১) অ্যালোভেরা এবং নারকেল তেল খুব ভালো করে মিশিয়ে একটি কাঁচের শিশি তে ভরে রাখুন স্নান করার পরে এই মিশ্রণটি ভালো করে গায়ে, হাতে, পায়ে মালিশ করে নিন।

২) নারকেল তেল, গ্লিসারিন একটি কাঁচের শিশির মধ্যে ভালো করে মিশিয়ে রেখে দিন, স্নান করার পরে এই মিশ্রণটি ভালো করে গায়ে হাতে-পায়ে লাগিয়ে নিন।

৩) বাড়িতে ময়েশ্চারাইজার বানানোর জন্য যেটি ব্যবহার করতে পারেন, সেটি হল গোলাপজল এবং গোলাপজল এবং গ্লিসারিন একত্রিত করে এই মিশ্রণটি যদি ফ্রিজের মধ্যে ভরে রাখতে পারেন আর এটি যদি অসাধারণভাবে সারা হাতে গায়ে পায়ে ভালো করে লাগিয়ে নেন, তাহলে দেখবেন কি অসাধারণ ফল আপনি পাবেন।

Related Articles