ত্বকের সমস্যার সমাধান করবে একমুঠো গাঁদা ফুল সহজ পদ্ধতি শিখে নিন
শীতকাল মানেই ছাদে, বাগানে ভর্তি ভর্তি কমলা হলুদ রঙের গাঁদা ফুল। বাড়িতে গাছ নেই তারা বাজার থেকেও খুব কম দামে কয়েকটি গাঁদা ফুল কিনে আনতে পারে। ত্বকের সমস্ত সমস্যার সমাধান করবে হলুদ অথবা কমলা গাঁদা।
গাঁদা ফুলের গুনাগুন-»
১) ত্বকের যৌবন ধরে রাখতে সাহায্য করে গাঁদা ফুল।
২) শরীরের কোথাও কেটে বাসরে গেলে গাঁদা ফুলের পাপড়ির অথবা পাতা একটুখানি বেটে লাগিয়ে নিতে পারেন।
৩) যারা তৈলাক্ত ত্বকের জন্য ব্রণের সমস্যায় ভুগছেন তাঁরা নিয়মিত লাগাতে পারেন গাঁদা ফুলের পাপড়ির পেস্ট।
৪) ত্বকের থেকে ট্যান দূর করতে সাহায্য করে গাঁদা ফুলের পাপড়ি।
৫) যারা চুলে হালকা রং করতে চাইছেন তারা অনায়াসে লাগাতে পারেন গাঁদা ফুলের পাপড়ি।
গাঁদা ফুলের ফেসপ্যাক-»
১) গাঁদা ফুলের পেস্টের সাথে এক চামচ দুধের সর, এক চামচ গোলাপ জল ভাল করে মিশিয়ে নিয়ে মুখের মধ্যে অন্তত এক ঘণ্টা লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পরে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।
২) দু’চামচ গাঁদা ফুলের পেস্ট, এক চামচ মধু, দু’চামচ অ্যালোভেরা জেল ভাল করে মিশিয়ে নিন মুখের মধ্যে বেশ খানিকক্ষণ লাগিয়ে রাখলে উপকার পাওয়া যায়।
৩) বেসন কাঁচা দুধ, দুধের সর, অ্যালোভেরা জেল, এক চামচ মধু, মুলতানি মাটি এবং গাঁদা ফুলের পেস্ট ভাল করে মিশিয়ে নিয়ে মুখের মধ্যে বেশ খানিকক্ষণ লাগিয়ে রাখতে হবে।
উপরের এই তিনটি ফেসপ্যাক এর মধ্যে যেকোনো একটি সপ্তাহে নিয়মিত তিনদিন করতে পারলে আপনার মুখের থেকে সমস্ত দাগ চলে যাবে।