Hoop Story

পর্যটন কেন্দ্র থেকে উদ্ধার এই বছরের সর্ববৃহৎ প্রাণী ৩৫০ কেজি ওজনের কুমির

বন্যপ্রাণী সংরক্ষণ করা আমাদের প্রাথমিক দায়িত্বের মধ্যে পড়ে তবুও বেশকিছু চোরাশিকারির অসৎ উদ্দেশ্যের কারণে মৃত্যুমুখে পতিত হয় বহু নিরীহ প্রাণী। তবে অস্ট্রেলিয়ার বনভূমিতে বিভিন্ন রকমের বন্যপ্রাণীর সম্ভার দেখতে পাওয়া যায়। স্বাভাবিকভাবেই এত রকমের বন্যপ্রাণী থাকে যে মাঝে মধ্যেই এই সমস্ত প্রাণী গুলিকে গৃহস্থের ঘরের মধ্যে ঢুকে পড়তে দেখা যায়।

অস্ট্রেলিয়ায় সরীসৃপ প্রাণী গুলির বেশ দেখা মেলে। এর মধ্যে বেশ উল্লেখযোগ্য হল কুমির। ছোট-বড় নানা নানা আকারের কুমির দেখা যায়। সম্প্রতি একটি বিশাল বড় গাড়ির আকারের কুমির ধরা পড়েছে, যার ওজন ৩৫০ কেজি। অস্ট্রেলিয়ার একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র থেকে এই বিশাল আকার কুমিরটিকে ধরা হয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই অঞ্চল দিয়ে প্রায়শই পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা যাতায়াত করেন।

৩৫০ কেজি ওজনের কুমির উদ্ধার

ভাগ্যবশতই কাউকে কোনো ক্ষতি করার আগেই এই বিশাল আকার প্রাণীটিকে উদ্ধার করা হয়। এই বছরে পাওয়া সর্ববৃহৎ সরীসৃপ প্রাণী বলে দাবি করেছেন সেখানকার মানুষ। কয়েকদিন আগে আরেকটি কুমির ধরা পড়েছিল সেটির দৈর্ঘ্য ছিল ৩.৩ মিটার। উদ্ধার করার পর কুমিরটিকে একটি ক্রোকোডাইল ফার্মে নিয়ে যাওয়া হয়। এইখানে কুমিরটিকে প্রজননের জন্য রাখা হয়। এখানে অনেক ছেলে কুমির এবং মেয়ে কুমির থাকে যারা ভবিষ্যৎ প্রজন্মের জন্ম দেওয়ার জন্য প্রস্তুত। তবে এই অঞ্চলে কুমির এর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, কোন কোন জায়গায় এক লক্ষ থেকে দু লক্ষ প্রাপ্তবয়স্ক কুমির রয়েছে। এত কুমির থাকার ফলে প্রতিবছর অনেক মানুষ কুমিরের কামড়ে মৃত্যুবরণ করেন।

Related Articles