TRP: যমুনাকে সরিয়ে দ্বিতীয় স্থানে ‘উমা’, দেখুন কোন ধারাবাহিক পেল কত নম্বর!
নাম স্টার জলসা হলেও সেই স্টার এখন আর দর্শকদের ড্রয়িং রুমে চমকাচ্ছে না। জি বাংলার রমরমা বাংলার ঘরে ঘরে। উমা মোটামুটি প্রস্তুত ব্যাট হাতে। এতদিন পর দর্শকরা ক্রিকেটের মাঠ, খেলা দেখতে পাবে, এতদিন ঘরোয়া কূটনীতি দেখতে দেখতে ক্লান্ত, তাই উমা হাকিয়ে নিয়েছে দ্বিতীয় স্থান।
‘মিঠাই’কে হারিয়ে এগিয়ে যায় কার সাধ্যি? সেই কবে থেকে গোপাল হেলেপ করে যাচ্ছে এই টিমকে। কেনই বা করবে না? ভাইফোঁটা স্পেশ্যাল মিষ্টি নিয়ে মারদাঙ্গা চললো কিছুদিন ধরে, এবারে ভাইফোঁটা পর্ব চলছে। তাই মিঠাই সেরার সেরা হয়েই রয়েছে। মাঝখান দিয়ে যমুনা একটু পিছিয়ে খেলছে। ওদিকে দেবশ্রী রায় আবার ঘুরে দাঁড়িয়েছে সর্বজয়া ধারাবাহিকের ব্যাটিং হাতে। বরং এই ধারাবাহিকের ফুল চার্ট দেখে নিই। জেনে নিই কে কত নম্বর পেলো দর্শকদের বিচারে।
১.মিঠাই – ১০.৮
২.উমা – ৮.৬
৩.যমুনা ঢাকি – ৮.৪
৪.সর্বজয়া – ৮.৩
৫.খুকুমণি হোম ডেলিভভারি ও অপরাজিতা অপু – ৭.৮
৬.রানী রাসমণি – ৭.৫
৭.মন ফাগুন – ৬.৯
৮.কৃষ্ণকলি – ৬.৭
৯.খেলাঘর ও এই পথ যদি না শেষ হয় – ৬.৬
১০.শ্রীময়ী, খড়কুটো, ধুলোকণা ও কড়ি খেলা – ৬.৩
১১.বরণ – ৫.৯
১২.গঙ্গারাম – ৫.৮
১৩.মহাপীঠ তারাপীঠ – ৫.৬
১৪.আয় তবে সহচরী – ৫.৪
১৫.জীবন সাথী – ৪.২
১৬.গ্রামের রাণী বীণাপাণি – ২.৯
১৭.সন্তোষী মা – ২.৩
১৮.সাঁঝের বাতি – ২.১
১৯.শ্রীকৃষ্ণ ভক্ত মীরা – ১.৬
২০. যোধা আকবর (ওপেনিং) – ০.৮
রিয়্যালিটি শো
১.ড্যান্স বাংলা ড্যান্স – ৬.২
২.দাদাগিরি – ৬.০
৩.দিদি নাম্বার ওয়ান – ৪.৫
৪.সুপার সিঙ্গার – ৩.৬
৫.রান্নাঘর – ১.৪