whatsapp channel
Hoop Life

Skin Care Tips: ত্বক পরিষ্কার করতে পাতিলেবুর তিনটি অসাধারণ ফেসপ্যাক

পাতিলেবুর রসের মধ্যে রয়েছে প্রাকৃতিক ভিটামিন সি। যা ত্বকের ওপরে হওয়া কালো দাগ দূর করতে সাহায্য করে এবং এই কালো দাগ যদি আপনি দূর করতে চান তাহলে অবশ্যই জেনে নিন তিনটি ফেস প্যাক। Hoophaap স্পেশাল এই ফেসপ্যাক জেনে নিন –

১) পাতিলেবু, মধুর ফেসপ্যাক (Lemom Honey Face pack)

দুই চামচ পাতিলেবুর রস, এর সঙ্গে এক চামচ মধু ভালো করে মিশিয়ে নিন, এই মিশ্রণটি আপনার মুখের কালো দাগের ওপরে অন্তত পাঁচ মিনিট ধরে ঘষে, ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

২) পাতিলেবু, টমেটোর ফেসপ্যাক (Lemon Tomato Face pack)

দু চামচ পাতিলেবুর রস এর সঙ্গে দুই চামচ টমেটো ভালো করে পেস্ট হিসাবে মিশিয়ে মিশ্রণটি মুখে বেশ খানিকক্ষণ লাগিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন দাগ চলে গেছে নিমেষের মধ্যে।

৩) পাতিলেবু, অ্যালোভেরা জেল এর ফেসপ্যাক (Lemon Aloevera Face pack)

দু চামচ পাতিলেবুর রস এবং বড় চামচের এক চামচ অ্যালোভেরা জেল একটি পেস্ট বানিয়ে নিতে হবে। রাতে শুতে যাওয়ার সময় এই মিশ্রণটি পরিষ্কার মুখে সামান্য হাতে করে নিয়ে লাগিয়ে নিতে হবে, সারা রাত রেখে দিতে হবে। এইভাবে চলার জন্য এটি অসাধারণ একটি পদ্ধতি। যাদের সেনসিটিভ ত্বক বা অতিরিক্ত র‍্যাশ বেরোনোর সম্ভাবনা থাকে, তারা অবশ্যই পেস্ট করে অর্থাৎ কানের পেছনে রস লাগিয়ে টেস্ট করে তারপরে লাগাবেন, যদি কোনো কারণে চুলকানি বেরোয় তাহলে লেবুর ফেসপ্যাক আপনার জন্য নয়।

whatsapp logo