whatsapp channel

সুশান্তকে সুবিচার পাইয়ে দিতে কঙ্গনার পাশে দাঁড়ালেন এই অভিনেত্রী

সুশান্ত মামলা ও বলিউডে নেপোটিজম নিয়ে মুখ খোলার পর থেকে একের পর এক সমালোচনা ধেয়ে আসছে কঙ্গনা রানাউতের দিকে। তবে জিরো টলারেন্স নীতি নিয়েই নিজের বক্তব্য রেখে চলেছেন বলিউড রাণী।…

Avatar

HoopHaap Digital Media

Updated on:

সুশান্ত মামলা ও বলিউডে নেপোটিজম নিয়ে মুখ খোলার পর থেকে একের পর এক সমালোচনা ধেয়ে আসছে কঙ্গনা রানাউতের দিকে। তবে জিরো টলারেন্স নীতি নিয়েই নিজের বক্তব্য রেখে চলেছেন বলিউড রাণী।

ইতিমধ্যে ট্যুইটার যুদ্ধে মুম্বই পুলিশের সমালোচনা করে ও মুম্বইকে POK এর সঙ্গে তুলনা করে সরাসরি শিবসেনার কোপে পড়েছেন কঙ্গনা। শিবসেনার সাংসদ সঞ্জয় রাউৎ মহারাষ্ট্রেই ফিরতে নিষেধ করে দেন কঙ্গনাকে। পাশাপাশি ‘হারামখোর মেয়ে’ বলেও কটাক্ষ করেন কঙ্গনাকে।

এবার এই বিষয়ে প্রতিবাদ করে কঙ্গনার পাশে এসে দাঁড়ালেন অভিনেত্রী দিয়া মির্জা। কঙ্গনাকে উদ্দেশ্য করে এমন কুকথা বলায় সঞ্জয় রাউৎকে ক্ষমা চাইতে বললেন দিয়া।

ট্যুইট করে দিয়া বলেন,’সঞ্জয় রাউতের “হারামখোর” শব্দ প্রয়োগের তীব্র বিরোধিতা করছি। স্যার, কঙ্গনার বক্তব্যের বিরোধিতা করার সমস্তরকম অধিকার আপনার রয়েছে। কিন্তু এই ধরনের ভাষা প্রয়োগের জন্য আপনার ক্ষমা চাওয়া উচিত।’

সুশান্তকে সুবিচার পাইয়ে দিতে কঙ্গনার পাশে দাঁড়ালেন এই অভিনেত্রী
দিয়া মির্জার ট্যুইট
whatsapp logo
Avatar
HoopHaap Digital Media