করোনা অতিমারীর কারণে এই মুহূর্তে পঞ্চাশ শতাংশ দর্শকাসন নিয়ে আবারও পুরানো পরিস্থিতির শিকার হয়েছে প্রেক্ষাগৃহগুলি। তবে বাংলা ফিল্মের দর্শকদের আবারও প্রেক্ষাগৃহে ফেরত নিয়ে এসেছেন দেব (Dev)। তাঁর অভিনীত ‘টনিক’ ও ‘গোলন্দাজ’ বক্স অফিসে চূড়ান্ত সফল। ‘টনিক’-এর ক্ষেত্রে বাড়াতে হচ্ছে শোয়ের সংখ্যা। এবার চলতি বছরের ঈদে টলিউডে রচিত হতে চলেছে কুরুক্ষেত্র।
ঈদ মানেই সলমান খান (Salman Khan) অভিনীত ফিল্মের মুক্তি। কিন্তু এই বছর ঘটেছে ব্যতিক্রম। চলতি বছরের ঈদে এবার প্রেক্ষাগৃহে বিজয় পতাকা প্রোথিত করতে চলেছে টলিউড। একই সঙ্গে মুক্তি পেতে চলেছে তিন-তিনটি বাংলা ফিল্ম। মুক্তি পেতে চলেছে দেব (Dev) অভিনীত ফিল্ম ‘কিশমিশ’, শুভশ্রী (Subhasree Ganguly) অভিনীত ফিল্ম ‘ডাঃ বক্সী’, জিৎ (Jeet) অভিনীত ফিল্ম ‘রাবণ’। তবে বলিউডে একদম খরা নয়। মুক্তি পেতে চলেছে অজয় দেবগণ (Ajay Devgan) অভিনীত ফিল্ম ‘হাইওয়ে 34’ এবং টাইগার শ্রফ (Tiger Shroff) অভিনীত ফিল্ম ‘হিরোপন্তি 2’। কিন্তু এই দুটি হিন্দি ফিল্মের প্রোমোশনের কোনো জাঁক নেই। ফলে টলিউডের ময়দান প্রায় ফাঁকা বললেই চলে।
View this post on Instagram
উচ্ছ্বসিত রাহুল মুখোপাধ্যায় (Rahul Mukherjee), সপ্তাশ্ব বসু (Saptaswa Basu), তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty)। রাহুল চান, তিনটি ফিল্ম দর্শক দেখুন। তবেই বাংলা বিনোদনে জোয়ার আসবে। কারণ তিন পরিচালক অনেক খেটে ফিল্মগুলি বানিয়েছেন। ব্যক্তিগত ভাবে সব ফিল্মের সাফল্য কামনা করলেও তারকাদের ফ্যান ক্লাবের ফলে বিভাজন হতেই পারে বলে জানালেন রাহুল। সপ্তাশ্ব ‘ডাঃ বক্সী’ নিয়ে আশাবাদী হলেও ‘কিশমিশ’ নিয়ে চিন্তিত। তাঁর মতে, ‘ডাঃ বক্সী’ ভিন্ন ঘরানার রহস্যে মোড়া ফিল্ম। এই ফিল্মে শুভশ্রী, পরমব্রত (Parambrata Chatterjee), বনি সেনগুপ্ত (Bonny Sengupta) সহ বহু তারকা। অপরদিকে ‘কিশমিশ’-এ দেবের বিপরীতে রয়েছেন রুক্মিণী। রাহুলের ফিল্মে রয়েছে বাড়তি ট্রিটমেন্ট। দেবের রয়েছে একাধিক নতুন লুক। ফলে দর্শকদের তা টানবেই। এছাড়াও রয়েছে ‘টনিক’-এর রেশ। তবে সুস্থ প্রতিযোগিতা হবে।
View this post on Instagram
সপ্তাশ্ব জানালেন, ‘ডাঃ বক্সী’ মুক্তি পাবে বাংলা ছাড়াও মুম্বই, পুণে, বেঙ্গালুরু, অস্ট্রেলিয়া সহ গোটা বিশ্বে। ফলে প্রতিযোগিতা হলে তিনি খুশি। তবে জিৎ-এর ‘রাবণ’ নিয়ে সপ্তাশ্বের মত ভিন্ন। কারণ জিৎ-এর অনুরাগীদের প্রবণতাও ভিন্ন। জিৎ-কে অ্যাকশন হিরো হিসাবে দেখতে তাঁরা অভ্যস্ত। ফলে তাঁদের দাবি মেনে ‘রাবণ’ হতে চলেছে অ্যাকশনে ভরপুর। তাই ‘রাবণ’-এর ব্যবসার ক্ষেত্র আলাদা। তনুশ্রী করোনায় আক্রান্ত। তাঁর শ্বাসকষ্ট হলেও তিনি আশাবাদী ‘রাবণ’ নিয়ে। তবে তিনিও চাইছেন, তিনটি ফিল্মই দর্শকদের পছন্দ হোক। কারণ এর ফলে বাংলা বিনোদনের বাজারে কিছুটা হলেও মন্দা কাটবে।
‘রাবণ’-এ তনুশ্রী মুসলিম চরিত্রে অভিনয় করেছেন। প্রথমবার জিৎ-এর সঙ্গে বড় পর্দায় জুটি বাঁধতে তিনি। জিৎ-এর অনুরাগীদের ভালো লাগবে এই নতুন জুটি বলে আশাবাদী তনুশ্রী এককথায় জানালেন, ‘রাবণ’ জমিয়ে দেবে।
View this post on Instagram