whatsapp channel

Weather Report: অতি শীঘ্রই আসন্ন বিধ্বংসী ঝড়, ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলা সহ ভারতীয় উপকূল

বাংলা সহ ভারতীয় উপকূলে প্রকোপ ফেলবে বিধ্বংসী ঝড়, পশ্চিমী ঝঞ্ঝার আনাগোনা চলাকালীনই আগেভাগেই আবহাওয়াবিদগণ পূর্বাভাস দিয়ে ছিলেন। তাঁরা জানিয়েই দিয়েছিলেন জলবায়ুর এমন খামখেয়ালি মেজাজ দুর্দশা হয়ে আসবে ভারতের বুকে। সত্যিই তাই হলো- ঝঞ্ঝার বিদায়বেলায় একের পর এক মারণ ঘূর্ণির আশঙ্কা।

Avatar

HoopHaap Digital Media

বাংলা সহ ভারতীয় উপকূলে প্রকোপ ফেলবে বিধ্বংসী ঝড়, পশ্চিমী ঝঞ্ঝার আনাগোনা চলাকালীনই আগেভাগেই আবহাওয়াবিদগণ পূর্বাভাস দিয়ে ছিলেন। তাঁরা জানিয়েই দিয়েছিলেন জলবায়ুর এমন খামখেয়ালি মেজাজ দুর্দশা হয়ে আসবে ভারতের বুকে। সত্যিই তাই হলো- ঝঞ্ঝার বিদায়বেলায় একের পর এক মারণ ঘূর্ণির আশঙ্কা।

ঝড়ের দাপট বাড়বে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায়, এমনটাই জানা গিয়েছে সাম্প্রতিক গবেষণা থেকে। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে উত্তর ভারত মহাসাগর, উত্তর-পশ্চিম আরব সাগর, দক্ষিণ চিন সাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ঢেউয়ের উচ্চতা বেড়ে প্রায় ০.৪ মিটার পর্যন্ত হতে পারে বলেই ইঙ্গিত পাওয়া গিয়েছে।

মৌসুম দপ্তর জানাচ্ছে, দক্ষিণ ভারত মহাসাগরীয় উপকূলে জুন থেকে শুরু করে নভেম্বর মাসের মধ্যেই প্রবল ঝোড়ো হাওয়ার অস্থিরতা বাড়তে পারে। সাথে সাথে এমনি অস্বাভাবিক ঢেউ-এর প্রবণতা দেখা যেতে পারে যা এখনও পর্যন্ত হয়ত প্রত্যক্ষই করেনি ওই উপকূল অঞ্চলগুলি। প্রায় এক মিটার উচ্চতায় উপকূলে আছড়ে পড়বে ঢেউগুলি।

আইআইটি খড়্গপুরের গবেষকদের মতে, ঝোড়ো হাওয়ার কারণে সামুদ্রিক অঞ্চলগুলি অস্বাভাবিক বড় ঢেউয়ের প্রবণতায় অত্যধিক ক্ষতিগ্রস্ত হতে পারে আর্থ-সামাজিক ভিত্তি। কারণ সামুদ্রিক লবনাক্ত জল স্থলভাগে ঢুকে ভূগর্ভস্থ জলের সাথে মিলে প্রচুর ফসল হানি করবে- এমনটাই জানা গিয়েছে ‛ক্লাইমেট ডায়নামিক্স স্প্রিংগার’ নামে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি জার্নালের রিপোর্টে।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media