whatsapp channel
Hoop PlusTollywood

Rachna Banerjee: রাজনীতিতে ময়দানে কখনও কি আসবেন রচনা, কি প্রতিক্রিয়া দিলেন ‘দিদি নং ১’!

রচনা ব্যানার্জী (Rachana Banerjee) ঘরে ঘরে পরিচিত ‘দিদি নং 1’ হিসাবে। কিন্তু এখনও অবধি ছবির নিচে কমেন্ট বক্সে ওড়িশার মানুষ লেখেন, তিনি ওড়িয়া ফিল্মের প্রথম মহিলা সুপারস্টার। একসময় টলিউডকেও মাতিয়ে রেখেছিলেন তিনি। একের পর এক সুপারহিট ফিল্ম উপহার দেওয়া রচনাকে বর্তমানে আর দেখা যায় না ফিল্মে অভিনয় করতে।

তবে রচনার তা নিয়ে আক্ষেপ নেই। তিনি যে কাজটাই করেন তা উপভোগ করেন। একসময় সম্মানের সঙ্গে টলিউডে অভিনয় করেছেন রচনা। কাজ পাওয়ার জন্য তাঁকে দরজায় দরজায় ঘুরতে হয়নি। কাউকে ফোন করতে হয়নি কাজ চেয়ে। বর্তমানে সেই পরিস্থিতি রচনার নেই, কাজ না করলে উনুন জ্বলবে না, ভাত ফুটবে না। এই মুহূর্তে রচনার নিজস্ব ক্লোদিং ব্র্যান্ড রয়েছে যার নাম ‘রচনা’স ক্রিয়েশন’। ফলে নিজস্ব কাজের স্বাধীনতা রয়েছে তাঁর। অভিনয়কে মিস করেন না রচনা।

একসময়ের হিট নায়িকা রচনা এখনও ভাবেননি বড় পর্দায় ফেরার কথা। ওড়িশা ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ ওলিউডে রচনা ও সিদ্ধান্ত (Sidhdhant)-এর জুটি ছিল জনপ্রিয়। রচনা জানিয়েছেন, দর্শকরা চান তাঁর কামব‍্যাক। কিন্তু তিনি এখনও এই ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেননি। কারণ তিনি ‘দিদি নং 1’ সঞ্চালনা করছেন। সিদ্ধান্ত রাজনীতিতে যোগ দিয়েছেন। ফলে দুজনেই অভিনয়ে সময় দিতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। তাছাড়া ভালো গল্প না পেলে কাজ করতে রাজি নন তাঁরা।

তবে রচনা কখনও কিছু প্ল্যান করেন না। অনেকেই জানতে চেয়েছেন, আগামী দিনে রচনাকে রাজনীতিতে দেখা যাবে কিনা! কিন্তু রচনা জানিয়েছেন, তিনি রাজনীতির কিছু জানেন না , বোঝেন না। ফলে সেই বিষয়ে এগোতে চান না। তাঁর কাজ অভিনয় করা। কখনও যদি রাজনীতি সম্পর্কে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে পারেন, তবেই রাজনীতিতে আসার কথা ভেবে দেখবেন।

কিন্তু এখনও রচনার খারাপ লাগে, যখন মনে হয় ঋতুপর্ণ ঘোষ (Rituparna Ghosh)-এর ‘দহন’-এর অফার ফিরিয়ে দিয়েছিলেন কারণ সেই সময় তিনি ব্যস্ত ছিলেন ওড়িয়া ও দক্ষিণী ফিল্ম নিয়ে। তবে রচনা নেপোটিজম, ফেভারিটজমের সম্মুখীন হননি অথবা হতে চাননি। কারণ তাঁর মনে হয়, এগুলি ছিল, আছে ও থাকবে। তবে তাতে যোগ্যতার অপমান হয় না।

whatsapp logo