Weekend Tour: দোলের ছুটিতে বেড়াতে যাবেন? ঘুরে আসুন বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন ‘গনগনি’
করোনা আবহে অনেকদিন কোথাও বেড়াতে যেতে পারেননি? মনটাকে কাছে পিঠে একটু ঘুরে আসতে চাইছে? দোলের সময় শান্তিনিকেতনে তো সবাই যায়। তাহলে কিন্তু কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার কাছে গনগনিতে চটজলদি ঘুরে আসতে পারেন। যেদিন যাবেন সেদিনই ফিরে আসতে পারেন। এখানে গেলে প্রকৃতির অসাধারন ভাস্কর্য যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। কোথাও কাজুবাদামের বাগান, কোথাও আবার লাল লাল বড় বড় পাহাড় এবং কোথাও বা শিলাবতী নদীর কুলুকুলু শব্দ সব মিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশ। হঠাৎ করে দেখে মনে হবে যেন এক কোন শিল্পী তার ছেনি, হাতুড়ি দিয়ে অদ্ভুতভাবে এগুলি তৈরি করেছেন।
ভূগোল ঘাঁটলে দেখা যায়, শিলাবতী নদীর ভূমিক্ষয়ের ফলে প্রাকৃতিক নিয়মে বছরের পর বছর ধরেই এমন অভূতপূর্ব পরিবেশ তৈরি হয়েছে। কেউ যদি সাহস করে অনেকটা খাদের নিচে নামতে চান, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে তার জন্য রয়েছে আঁকাবাঁকা সিঁড়ি। শহরের কংক্রিটের জঙ্গল থেকে একটুখানি অক্সিজেন নিতে পরিবার সমেত বেরিয়ে আসতেই পারেন এই অসাধারণ জায়গায়। প্রাকৃতিক পরিবেশ দেখা ছাড়াও এখানে গেলে কাছাকাছি বুড়ো শিবের মন্দির, রসকুন্ডুর কালী মন্দির ইত্যাদি আরো জায়গা চটজলদি দেখে ফেলতে পারবেন।
এবার জেনে নিন কীভাবে যাবেন এই অসাধারণ জায়গায়। হাওড়া থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে করে পৌঁছাতে হবে গড়বেতা স্টেশন। সেখানে একটি টোটো ভাড়া করে নিলেই আপনি চটজলদি পৌঁছে যাবেন গনগনি। তবে রাস্তায় যেতে যেতে চোখে পড়বে কাজুর বাগান। তাছাড়া যদি নিজস্ব গাড়িতে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই কলকাতা থেকে মুম্বাই রোড ধরে বাগনান হয়ে উলুবেড়িয়া। সেখান থেকে দুটি রুট চলে গেছে। একটি ঘাটাল- চন্দ্রকোনা- টাউন -গড়বেতা অথবা খড়গপুর থেকে এনএইচ সিক্সটি। একদিনের জন্য ঘুরে চলে আসতে চাইলে থাকার জায়গার প্রয়োজন নেই। কিন্তু যদি রাতে থাকতে চান, তাহলে গনগনিতে থাকার কোন ব্যবস্থা নেই। থাকতে হলে গড়বেতায় থাকতে হবে। কয়েকটি গেস্ট হাউস রয়েছে। সেখানেই মোটামুটি ৫০০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকার মধ্যে ঘর ভাড়া পাওয়া যায়। তবে আর দেরি কেন দোলের ছুটিতে এবার শান্তিনিকেতন নয়, গ্রাম্য পরিবেশ গনগনিতে ছুটি কাটিয়ে আসুন।