Hoop Life

Lifestyle: পুজোর সময় শঙ্খ বাজানোর সঠিক ৭টি নিয়ম শিখে নিন

শঙ্খ বাজানো ছাড়া ঈশ্বরের আরাধনা যেনো সম্পূর্ণ হয় না। হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেকটি বাড়িতেই সকাল-সন্ধ্যে অথবা পুজোর সময় শঙ্খ বাজানোর রীতি চালু আছে। কিন্তু আমরা অনেকেই নিয়মকানুন ছাড়াই শঙ্খ বাজাই। এইরকম ভাবে নিয়ম ছাড়া শঙ্খ বাজালে, কিন্তু আমাদের জীবনে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়ম ছাড়া শঙ্খ বাজাবেন না, চটজলদি দেখে ফেলুন শঙ্খ বাজানোর নিয়ম। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ টিপস –

১) বাড়িতে যদি শঙ্খ থাকে তাহলে দুইটি শঙ্খ রাখুন। একটি বাজানোর জন্য, অন্যটি হলো অভিষেক করার জন্য।

২) ঈশ্বরের যখন আরাধনা করবেন তখন ভুল করে কখনো শঙ্খ বাজাবেন না।

৩) কোন পুজো শুরু হতে না হতেই অথবা পুজো শুরু করার আগে শঙ্খ বাজানো কখনই উচিত নয়।

৪) যে সংখ্যাটি আপনি পুজো করার সময় বাজিয়ে থাকেন, সেই সঙ্গে একমাত্র পুজোর ঘরে রাখতে পারেন, এছাড়া অন্য শঙ্খ যেটি খুব একটা ব্যবহৃত হয় না, তাকে সাদা কাপড়ে মুড়ে পূজার মন্দির এর চারপাশে রেখে দিন।

৫) শুধুমাত্র সকাল এবং সন্ধ্যাবেলায় একমাত্র শঙ্খ বাজানো উচিত এছাড়া অন্য কোন সময় শঙ্খ বাজানো একেবারেই উচিত নয়।

৬) যে শঙ্খ দিয়ে পুজো করবেন সেই সব সময় জল ভর্তি করে রাখতে হবে, নিয়মিত পুজোর পর সেই জল সারা ঘরে ছড়িয়ে দিতে হবে এতে আপনার গৃহের নেগেটিভ সমস্ত শক্তি দূরে চলে যাবে।

৭) শঙ্খ এ ফুঁ আগে খানিকটা গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন।

Related Articles