বোট নেক ব্লাউজের এক ডজন ইউনিক ডিজাইন
পুজো তো চলে এলো। শাড়ি কিনেছেন তো অনেক কিন্তু সাথেতো ব্লাউজ তৈরি করতে দিতে হবে। আর প্রত্যেকটি শাড়ির সঙ্গে তো একই রকম ব্লাউজ বানালে চলবে না, এবারে পুজোয় নতুন নতুন হ্যান্ডলুম শাড়ির সঙ্গে ট্রাই করতে পারেন বোট নেক ব্লাউজ। অল্পবয়সী থেকে বেশি বয়সী সকলেই ট্রাই করতে পারেন এই বোট নেক ব্লাউজ।
যারা বেশি পিট কাটা ব্লাউজ পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করেন না অথচ নিজেকে স্টাইলিশ করে তুলতে চান তারা খুব সহজেই এই বোট নেক ব্লাউজ বানিয়ে ফেলতে পারেন। বোট নেক ব্লাউজ পিছনে বোতাম দেওয়া করতে পারেন। আবার স্বাভাবিক ভাবে যে রকম ব্লাউজ হয় সেরকম ভাবেও বানাতে পারেন।
তবে একটা কথা মাথায় রাখতে হবে, বোট নেক ব্লাউজ পরলে গলায় খুব একটা ভারী গয়না পরা যাবে না। তাই সিম্পল হ্যান্ডলুম শাড়ির সঙ্গে ট্রাই করুন বোট নেক ব্লাউজ। তবে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে কানে পড়তে পারেন বড় গয়না।
তবে আর দেরি কেন শাড়ির সঙ্গে ম্যাচ করে ব্লাউজ পিস কিনে এক্ষুনি দর্জির কাছে চলে যান ‘বোট নেক’ ব্লাউজ বানাতে।