whatsapp channel

Hair Care Tips: ঘরোয়া এই তেল দিয়েই চুল হবে ঘন কালো সুন্দর, নিয়মিত মাখলে উপকার পাবেন

আমরা সকলেই জানি আমলকি চুলের জন্য ভীষণ ভালো। এই আমলকি কে আমরা যদি নিয়মিত ব্যবহার করতে পারি তাহলে আমাদের চুল অনেক সুন্দর হবে। কিভাবে আমরা চুলকে অনেক বেশি সুন্দর করতে…

Avatar

আমরা সকলেই জানি আমলকি চুলের জন্য ভীষণ ভালো। এই আমলকি কে আমরা যদি নিয়মিত ব্যবহার করতে পারি তাহলে আমাদের চুল অনেক সুন্দর হবে। কিভাবে আমরা চুলকে অনেক বেশি সুন্দর করতে পারি, শীতকালে প্রচুর পরিমাণে আমলকি বাজারে পাওয়া যায়, বাড়িতেই বানিয়ে ফেলুন আমলকির তেল।

আমলকির তেল বানাতে প্রয়োজন বেশ কয়েকটা ভালো দেখে আমলকি। তার সঙ্গে প্রয়োজন বেশ খানিকটা পরিমাণে নারকেল তেল এবং সমপরিমানে সরষের তেল। একটি লোহার কড়াই এর মধ্যে দুই তেল ভালো করে গরম করে নিতে হবে। এরপর আমলকিকে টুকরো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন আমলকি পুড়ে না যায়। এইভাবে প্রায় ১০ থেকে মিনিট কম আঁচে আমলকিকে তেলের মধ্যে ফোটাতে হবে। ছেঁকে নিলেই একবারে তৈরি হয়ে যাবে আমলকির তেল।

উপকারিতা –

১) আমলকির তেল যদি নিয়মিত লাগাতে পারেন, তাহলে চুল পড়া বন্ধ হবে।

২) এই তেল যদি নিয়মিত ব্যবহার করা যায়, তাহলে খুশকি পড়া থেকে খুশকি হওয়া থেকে আপনি বেঁচে যাবেন।

৩) এই তেল নিয়মিত ব্যবহার করলে আপনার চুল কালো হবে।

৪) এই তেল যদি নিয়মিত ব্যবহার করা যায়, টাক মাথাতেও আপনি ছোট ছোট চুল গজাতে দেখতে পাবেন।

whatsapp logo