সোশ্যাল মিডিয়ায় হ্যাকিং-এর ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নোরা ফতেহি (Nora Fatehi)-র ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা হয়। এবার একই ঘটনার শিকার হলেন ইয়ামি গৌতম (Yami Gautam)।
রবিবার ইয়ামি টুইট করে লেখেন, তিনি তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন না। সম্ভবতঃ অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। ইয়ামি নিজের অনুরাগীদের বলেন, তাঁর অ্যাকাউন্টে কোনো অস্বাভাবিক কার্যকলাপ সম্পর্কে তাঁরা যেন সতর্ক থাকেন। ইয়ামির টুইটের পর তাঁর অনুরাগীদের একাংশ বিভিন্ন মন্তব্য করতে শুরু করেন। নেটিজেনদের মধ্যে একজন লিখেছেন, ইয়ামির যাবতীয় পোস্ট, মেল আইডি, ফলো-আনফলো, ট্যাগ সবকিছুই ঠিক আছে। তাহলে হ্যাক করার পর কি করতে চায় হ্যাকার?
Hi,
This is to inform you all that I’ve been unable to access my Instagram account since yesterday, it’s probably hacked. We’re trying to recover it as soon as possible. Meanwhile, if there is any unusual activity through my account, please be aware of it.
Thank you!
— Yami Gautam Dhar (@yamigautam) April 3, 2022
অপর এক নেটিজেন ইয়ামিকে আশ্বাস দিয়ে ইচ্ছামতো ছবি, ভিডিও শেয়ার করতে লিখেছেন। তিনি বলেছেন, কোনো সমস্যা হবে না। অপর এক নেটিজেন পুরো বিষয়টি তাড়াতাড়ি ঠিক হয়ে যাওয়ার কামনা করেছেন।
ফেব্রুয়ারি মাসে নোরা খেয়াল করেছিলেন, তাঁর ইন্সটাগ্রাম পেজ দেখা যাচ্ছে না। তাঁর পরিচিতরা তাঁকে জানান, তাঁর ইন্সটাগ্রাম পেজ হ্যাক করার চেষ্টা চলছে। ইন্সটাগ্রাম টিমের,তৎপরতায় বেঁচে যান নোরা। ইয়ামিও চেষ্টা করছেন, এই ধরনের সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসার।
View this post on Instagram