whatsapp channel

সমলৈঙ্গিক বিবাহ ভারতীয় ঐতিহ্যে বেমানান, সমপ্রেমীদের প্রতি কড়া অভিমত কেন্দ্রের

১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইনের আওতায় সমলিঙ্গ মানুষদের মধ্যে বিবাহের আর্জি জানিয়ে গত ৮ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করেছিল চারজন। সমলিঙ্গের বিবাহে প্রথম থেকেই তারা নানা দিক থেকে বিপদে…

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইনের আওতায় সমলিঙ্গ মানুষদের মধ্যে বিবাহের আর্জি জানিয়ে গত ৮ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করেছিল চারজন। সমলিঙ্গের বিবাহে প্রথম থেকেই তারা নানা দিক থেকে বিপদে পড়েছে বলেই হাইকোর্টে পিটিশন দাখিল করেছে। এর ভিত্তিতেই বিচারপতি প্রতীক জালান জানান, বিশ্বের সর্বত্রই এই মানসিকতায় পরিবর্তন এসেছে।

Advertisements

সমকামীদের বিবাহের ক্ষেত্রে পুরো ঘটনাটাই খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এসবের মাঝেই সমলিঙ্গের বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, “আমাদের আইন, সমাজ, মূল্যবোধ সমলিঙ্গ বিবাহকে স্বীকৃতি দেয় না। বিবাহ হল প্রতিশ্রুতিরক্ষা। যা সমলিঙ্গের বিবাহে থাকে না”।

Advertisements

তিনি আরো জানান, “আমাদের সমাজ বিবাহ নাম একটি প্রতিষ্ঠানে বিশ্বাসী। একই লিঙ্গের দুটি মানুষ পরস্পরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তা ঠিক পবিত্র সম্পর্কের প্রতিষ্ঠা করতে পারে না। হিন্দু বিবাহ মতে এটি নিষিদ্ধ সম্পর্ক”।

Advertisements
whatsapp logo
Advertisements
Avatar
HoopHaap Digital Media