Hoop News

Gold Price Today: পুজোর পর ফের সোনার দামে ব্যাপক পরিবর্তন!

বিগত দুই দিনের সহ আজকের সোনার দামের একটি চার্ট তুলে ধরা হল, যেটি বিচার করলে বুঝতে পারবেন সোনার দামের পতন হল নাকি বাড়লো। যদিও আজকের দিনে সোনার দাম (Gold Rate) যা তাতে করে মধ্যবিত্তদের আয়ত্তের বাইরে। ৫০ ছুঁই সোনা ৪৯ এর ঘরে এলেও সোনার দামের রদবদল প্রতিনিয়ত হচ্ছে। চলুন দেখে নিই সোনার দামের সম্পূর্ণ চার্ট।

আজকের (বুধবার) সোনার দাম (Today’s gold rate)

  • হলমার্ক সোনা ২২ ক্যারেট ১০ গ্রাম – ৪৯,৫০০ টাকা।
    হলমার্ক সোনা ২২ ক্যারেট ১ গ্রাম – ৪,৯৫০ টাকা।
  • পাকা সোনা ২৪ ক্যারেট ১০ গ্রাম – ৫১,৪০০ টাকা।
    পাকা সোনা ২৪ ক্যারেট ১ গ্রাম – ৫,১৪০ টাকা।
  • রূপার বাট ১ কেজি – ৫৮,২৫০ টাকা।
    রূপা খুচরো ১ কেজি – ৫৮,৩৫০ টাকা।
    [মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা]

গতকাল (মঙ্গলবার) সোনার দাম

  • হলমার্ক সোনা ২২ ক্যারেট ১০ গ্রাম – ৫০,০০০ টাকা।
    হলমার্ক সোনা ২২ ক্যারেট ১ গ্রাম – ৫০০০ টাকা।
  • পাকা সোনা ২৪ ক্যারেট ১০ গ্রাম – ৫১,৯০০ টাকা
    পাকা সোনা ২৪ ক্যারেট ১ গ্রাম – ৫,১৯০ টাকা।
    [মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা]

সোমবার (১০.১০.২২) সোনার দাম

  • হলমার্ক সোনা ২২ ক্যারেট ১০ গ্রাম – ৫০,৪৫০ টাকা
    হলমার্ক সোনা ২২ ক্যারেট ১ গ্রাম – ৫,০৪৫ টাকা।
  • পাকা সোনা ২৪ ক্যারেট ১০ গ্রাম – ৫২,৪০০ টাকা।
    পাকা সোনা ২৪ ক্যারেট ১ গ্রাম – ৫,২৪০ টাকা।
    [মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা]

সোনা কেনার পূর্বে অবশ্যই দাম যাচাই করে কিনতে যাবেন। উপরের লিখিত সোনার দামে জি. এস. টি যুক্ত নেই। প্রত্যেকটি দোকানের মেকিং চার্জ আলাদা হয়, তাই জি. এস. টি ও মেকিং চার্জ সহ গোটা জিনিসটির দামের পার্থক্য হয়। উল্লেখ্য, সোনার গহনা কেনার সময় অবশ্যই হলমার্ক দেখেই কিনবেন।

whatsapp logo