whatsapp channel
Bengali SerialHoop Plus

TRP: ফের শীর্ষস্থানে ‘গাঁটছড়া’, স্লট হারিয়ে গোহারা ‘মিঠাই’, কত নম্বরে ‘গোধূলি আলাপ’!

এই সপ্তাহের সকল ধারাবাহিকের টিআরপিতে ব্যাপক পরিবর্তন এসেছে। ভয়াবহ পতন ঘটেছে সকল ধারাবাহিকের রেটিংয়ে। এর প্রধান কারণ হলো পহেলা বৈশাখ এবং আইপিএলের মরশুম। গত সপ্তাহে দ্বিতীয় স্থানে থাকা গাঁটছড়া এই সপ্তাহে মিঠাইকে হারিয়ে প্রথম স্থানে উঠে এসেছে। দ্যুতির ষড়যন্ত্রে আবারো বেঙ্গল টপার গাঁটছড়া। ওদিকে প্রথম স্থান থেকে ছিটকে তৃতীয় স্থানে মিঠাই। সম্প্রচারের প্রায় দেড় বছর পর এই প্রথম সবচেয়ে কম টিআরপি পেল মিঠাই। আবারো জমজমাট বিয়ের আসরে মিঠাই কে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ধুলোকণা। ওদিকে আবারো আলতা ফড়িং তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে।

সেরা পাঁচে নিজের জায়গা মজবুত করে নিয়েছে অনুরাগের ছোঁয়া। যেখানে সব ধারাবাহিকের রেটিং ব্যাপক হারে কমেছে সেখানে অনুরাগের ছোঁয়ার রেটিং খুব একটা কমেনি। আবার অন্যদিকে মন ফাগুন, খুকুমণি হোম ডেলিভারি এই ধারাবাহিক গুলির রেটিং এখন তলানিতে। সেরা পাঁচে অপরাজিতার লক্ষ্মী কাকিমা সুপারস্টার জায়গা ধরে রাখতে পারেনি। বাকি সমস্ত ধারাবাহিকের রেটিং এই সপ্তাহে তলানিতে। দেখে নেওয়া যাক টিআরপির নিরিখে কে কোথায় দাঁড়িয়ে এই সপ্তাহে।

১. গাঁটছড়া -৭.৭
২. ধুলোকণা- ৭.৫
৩. মিঠাই – ৭.৩
8. আলতা ফড়িং- ৭.২
৫. গৌরী এলো ও অনুরাগের ছোঁয়া – ৭.১

৬. লক্ষ্মী কাকিমা সুপারস্টার ও উমা- ৬.৪
৭. পিলু- ৬.১
৮. আয় তবে সহচরী- ৬.০
৯. মন ফাগুন- ৫.৯
১০. এই পথ যদি না শেষ হয় – ৫.২

১১. সর্বজয়া – ৪.৯
১২. খুকুমণি হোম ডেলিভারি- ৪.৮
১৩. গঙ্গারাম – ৪.৬
১৪. গোধূলি আলাপ- ৩.৯
১৫.কড়িখেলা – ৩.৮
১৬. উড়ন তুবড়ি – ৩.৪
১৭. যমুনা ঢাকি – ২.৯

১৮. গ্রামের রানী বীণাপাণি ও গুড্ডি – ২.৬
১৯. মঙ্গলময়ী সন্তোষী মা- ২.০
২০. জয় গোপাল-১.৯
২১.খেলাঘর – ১.৬

রিয়্যালিটি শো

১. দাদাগিরি – ৫.৪
২. ইস্মার্ট জোড়ি – ৩.৭
৩.দিদি নাম্বার ওয়ান – ২.৮
৪.রান্নাঘর – ১.২

 

whatsapp logo