Gold Price Today: দেশজুড়ে সস্তা হলো সোনা রুপোর দাম, জানুন আজকের বাজারদর
সোনা এমনই একটি ধাতু যার জন্য মানুষ তিলে তিলে টাকা জমানোর চেষ্টা করেন। কেউ কেউ সোনা বন্দক রেখে ব্যবসা করেন বা মনের কোনো শখ পূরণ করেন পাওনা অর্থ দিয়ে। যেহেতু এখন বিয়ের মরশুম তাই সোনার দোকানে রয়েছে বিশেষ ভিড়। কিন্তু, মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে সোনার দাম। বিগত বেশ কিছু বছর ধরে সোনার দাম আকাশছোঁয়া। মাঝে মধ্যে সেই দামের কিছুটা পতন হয়, এই যেমন আজ সোনার দাম নিম্নমুখী।
কলকাতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম দুইই নিম্নমুখী। সস্তা হয়েছে সোনার দাম। আজ ১০ গ্রাম সোনার দাম দাড়িয়েছে ৪৭,৫০০ টাকা। দাম কমে দাঁড়িয়েছে ২৫০ টাকা। এই কলকাতায় ২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ৪,৭৫০ টাকা। শুধু, কলকাতা নয়। দিল্লি ও মুম্বাইতেও সোনার দাম একই। ১ গ্রামের দাম ৪,৭৫০ টাকা। ১০০ গ্রামের দাম ৪,৭৫০০০ টাকা। সোনার পাশাপাশি রুপোর দাম আজ প্রতি ১ গ্রাম ৬৭.০০ টাকা।
সুতরাং আর দেরি কেনো। নিয়মিত সোনা ও রুপোর দাম লক্ষ করুন। সম্ভব হলে সেভিংস গুছিয়ে কিনে নিন সোনার বা রুপোর অলঙ্কার।
যদি আপনি অর্থ সঞ্চয় করতে চান তাহলে সোনা কিনুন বা সোনার খাতে টাকা জমান। কারণ, এই ধাতুই আপনার আগামী দিন নির্ভরযোগ্য করে তুলতে পারে। আপনার সেভিংস যেমন মজবুত হওয়া উচিত তেমনই আপনার ঘরে সোনা থাকা উচিত।