Gold Price Today: কমছে স্বর্ণের দাম, এখনি না কিনলে পরে পস্তাতে পারেন

Avatar

Susmita Kundu

সোনার দাম ৫০ এর ঘরের নিচে এখনও দোদুল্যমান। যেকোনো মুহূর্তে বেড়ে যেতে পারে। কিন্তু, এখনও সোনা মধ্যবিত্তদের নাগালের মধ্যে রয়েছে। যদিও গতকালের তুলনায় আজ সোনার দাম একটু বেশি। এরপরেও, বলা যায় সোনার দাম নিম্নমুখী। চলুন দেখে নিই গতকাল ও আজকের সোনার দাম।

আজকের (২৩.০৯.২২) সোনার দাম-» ২২ ক্যারেট সোনার দাম ১ গ্রাম অনুযায়ী – ৪,৭৯৫ টাকা। ১০ গ্রামের দাম – ৪৭,৯৫০ টাকা। হলমার্ক গহনা সোনার দাম – ৪৮,৬৫০ টাকা (১০ গ্রাম অনুযায়ী)। ২৪ ক্যারেট সোনার দাম ১০ গ্রাম অনুযায়ী – ৫০,৫৫০ টাকা। (জি. এস. টি আলাদা).

রূপার বাট (প্রতি কেজি) ৫৭,৪৫০ টাকা। রূপা খুচরো (প্রতি কেজি) ৫৭,৫৫০ টাকা।

গতকালের সোনার দাম

২২ ক্যারেট সোনার দাম ১ গ্রাম অনুযায়ী – ৪,৭৫৫ টাকা। ১০ গ্রামের দাম – ৪৭,৫৫০ টাকা। হলমার্ক গহনা সোনার দাম – ৪৮,২৫০ টাকা ( ১০ গ্রাম অনুযায়ী)। ২৪ ক্যারেট সোনার দাম ১০ গ্রাম অনুযায়ী – ৫০,১০০ টাকা। (জি. এস. টি আলাদা).

দাম কিঞ্চিৎ বেড়েছে। যদিও ৫০ হাজারের নিচে রয়েছে হলমার্ক সোনা। সুতরাং এরই মধ্যে সোনা না কিনলে ফের বাড়তে পারে। প্রসঙ্গত, সোনা কেনার পূর্বে অবশ্যই দাম যাচাই করে কিনতে যাবেন। উপরের লিখিত সোনার দামে জি. এস. টি যুক্ত নেই। প্রত্যেকটি দোকানের মেকিং চার্জ আলাদা হয়, তাই জি. এস. টি ও মেকিং চার্জ সহ গোটা জিনিসটির দামের পার্থক্য হয়।