ক্ষতিগ্রস্ত হবে বিপুল মানুষ, ধেয়ে আসছে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড়
কয়েকদিন আগেই হ্যারিকেন লরা আছড়ে পড়েছিল এই উপকূলে। তার প্রভাব কাটতে না কাটতে ফের ঝড়ের মুখোমুখি হতে চলেছে টেক্সাস ও লিউসিনিয়া। এই ঝড় বুধবারের মধ্যে স্থলভাগে আছড়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঝড়ের নাম বিটা। তার আগেই উপকূল জুড়ে শুরু হয়েছে ভয়ানক বৃষ্টি।
এমনকি এই ঝড়ের প্রভাব পড়তে পারে টেক্সাস ও লিউসিনিয়া অঞ্চলেও। ঝড়ের আগেই সমুদ্রে দেখা গিয়েছে প্রবল জলোচ্ছাস, যার জেরে জলমগ্ন হচ্ছে শহর। ইতিমধ্যে আমেরিকার হ্যারিকেন সেন্টারের পক্ষ থেকে সতর্কতাও জারি করা হয়েছে। এই ঝড়ের গতিবেগ হতে পারে ১৫০ কিলোমিটারের বেশি।
এই ঝড়ের ফলে ক্ষতিগ্রস্থ হতে পারে একাধিক মানুষ। ক্ষতির কথা মাথায় রেখে আগে থেকেই ব্যবস্থা নিতে শুরু করেছে প্রশাসন মহল। এই ঝড়ের প্রভাব থেকে বাঁচাতে ইতিমধ্যে অসংখ্য মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই ঝড়ের বেগ বাড়লে তা কোন পরিস্থিতির মুখোমুখি হবে জানে না কেউই।