Skin Care Tips: স্নানের পর ভুলেও করবেন না এই কাজ, মারাত্মক ক্ষতি হবে ত্বক এবং চুলের
ত্বক এবং চুল যদি ভালো রাখতে চান, তাহলে স্নান এর পরেও ভুল করে করবেন না এই পাঁচটি জিনিস জেনে নিন কি সেই পাঁচটি জিনিস। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ টিপস –
১) স্নান এর কখনো ভুল করেও তোয়ালে দিয়ে বেশি জোরে জোরে গা বাঁচুন ঘষা উচিত নয়, এতে ত্বক এবং চুলের ক্ষতি হয়।
২) স্নান করার পরে ভিজে চুল আঁচড়ানো একেবারেই উচিত না, তাতে কিন্তু অনেক বেশি পরিমাণে চুল উঠবে।
৩) স্নান থেকে আসার পরে কখনোই অনেক দেরি করে ময়েশ্চারাইজার লাগানো উচিত নয়, এতে কিন্তু ত্বক অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়।
৪) যাদের শুষ্ক ত্বক নয়, তাদেরও কিন্তু স্নান এর পরে ত্বক অনেকটা শুষ্ক হয়ে যায়, সেক্ষেত্রে একটি বোতলের মধ্যে নারকেল তেল, গ্লিসারিন এবং ভিটামিন ই অয়েল মিশিয়ে রেখে দিতে পারেন। স্নানের পরে ভিজে গায়েতেই এটি একটুখানি মালিশ করে নিতে পারেন, এতে কিন্তু আপনার তো অনেক সুন্দর হয়ে যাবে।
৫) স্নান করে ঠিক ময়েশ্চারাইজার লাগানোর পর রোদে বেরোনোর উচিত নয়, খানিকটা চুল শুকিয়ে নিয়ে ত্বকের মধ্যে ময়শ্চারাইজার খানিকটা মিশে যেতে দিয়ে তারপর সানস্ক্রিন লাগিয়ে তারপরে রোদে বেরোবেন।