১০০ দিনের অধিক হয়ে গেছে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যুর। ইডি, এনসিবি, সিবিআই একযোগে তদন্ত করলেও মূল মামলা থেকে মোড় ঘুরে গিয়ে শুধুই চলছে মাদক চক্র নিয়ে কাটাছেঁড়া। তাহলে কি আসল ঘটনা থেকেই সরে যাওয়ার চেষ্টা চলছে!
সুশান্তের মৃত্যু রহস্য উদঘাটন নিয়ে এখনো তোলপাড় সোশ্যাল মিডিয়া। এরমধ্যে মহাত্মা গান্ধীর জন্মদিনে সুশান্তের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের পক্ষে জোরালো দাবি করার জন্য বিশেষ ভূমিকা নিতে চলেছেন অভিনেতার দুই বন্ধু।
এতদিনেও কেন মৃত্যুর তদন্ত হল না– এই অভিযোগে এবার অনশনে বসতে চলেছেন সুশান্তের বন্ধু গণেশ হিবরকর এবং অঙ্কিত আচার্য। শোনা যাচ্ছে গান্ধী জয়ন্তীর দিন থেকে তিনদিন টানা প্রতীকী অনশনে বসতে চলেছেন দুজনে।
জানা যাচ্ছে দিল্লি পুলিশ অনুমতি দিলে গান্ধী সমাধির কাছেই অনশনে বসবেন তাঁরা। না তো মুম্বইয়ে ডিআরডিও গেস্ট হাউসের সামনেও বসতে পারেন। তাও না হলে বাড়িতেই অনশন করবেন বলে জানান তাঁরা।