Hoop NewsHoop Trending

Arpita Mukherjee: আরো এক কুকীর্তি ফাঁস অর্পিতা মুখোপাধ্যায়ের

পার্থ – অর্পিতাকে নিয়ে জল্পনার শেষ নেই। যার ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার হয়, কুবেরের ধন পাওয়া যায় সেই মানুষকে ঘিরে উত্তেজনা, কৌতূহলের শেষ নেই। বর্তমানে ইডি হেফাজতে আছেন পার্থ ও অর্পিতা। কান্নায় ভেঙে পড়ে অর্পিতা বারবার বলেছিলেন, “আর পারছি না”। অন্যদিকে, পার্থ বলেন, “আমি ষড়যন্ত্রের শিকার”। “ষড়যন্ত্র হয়েছে, সময় এলেই জানতে পারবেন।”

সম্প্রতি, দুটি খবর প্রচারের আলোয় পেয়েছে। এক – অর্পিতার কাছে দুটি জিএসটি নম্বর পাওয়া গিয়েছে, যার একটি রেজিষ্টার রয়েছে নেল আর্ট পার্লারের নামে, অন্যটির কোনো হদিস নেই। ইডির ধারণা, জাল জিএসটি নম্বর ব্যবহার করে রাজস্ব ফাঁকি দিয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। দুই – অর্পিতার গ্যারেজে ছিল চারটি দামী বিলাসবহুল গাড়ি, যার মধ্যে চারটি গাড়ি রাতারাতি উধাও হয়ে যায়।

এবারে, ইডির স্ক্যানারে বারাসাতের একটি টেক্সটাইল সংস্থাও। নাম – সাহা টেক্সটাইল ( Saha Textile). পার্থ বেশ কয়েকবার সাহা টেক্সটাইলের দোকানে গিয়েছেন এবং ব্যাগ ভরে ভরে শাড়ি কিনেছেন। সেই ব্যাগের মধ্যে শাড়ি নাকি টাকা সেই নিয়েই তদন্ত শুরু। প্রসঙ্গত, এর আগেও দু’বার সাহা টেক্সটাইল এ রেড হয়, কিন্তু সেগুলো ধামাচাপা পড়ে যায়। এবারে, ইডি র দৃষ্টিতে রয়েছে সাহা টেক্সটাইলের কর্ণধার কান্তি সাহা।

প্রসঙ্গত, কান্তি সাহা বারাসতে এক চেটিয়া ব্যাবসা কতটা করছেন তার থেকেও বড় কথা এখনও পর্যন্ত তিনটি বড় বড় প্রতিষ্ঠান খুলে ফেলেছেন তিনি। এমনকি বাড়িতে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি ও প্রচুর বেনামী জমি, সম্পত্তি। অন্যান্য শাড়ি প্রতিষ্ঠানের থেকে অনেকটা এগিয়ে এই সংস্থা। এবং প্রায় রাতারাতি দোকান, সম্পত্তি, একাধিক বাগানবাড়ি, জমি, সোনার গয়নার মালিক হয়ে গিয়েছেন। সূত্র বলছে, আপাতত ফেরার সাহা টেক্সটাইলের কর্ণধার। সম্ভবত বাংলাদেশে লুকিয়ে রয়েছেন তিনি।

Related Articles