Bengali SerialHoop Plus

Mahalaya: ট্রোল নয়, প্রশংসা দিয়ে শুরু সোনামণি-শোলাঙ্কির মহালয়ার টিজার

বাংলার মহোৎসবের আর বেশি দিন বাকি নেই। আগামী ২৫ শে সেপ্টেম্বর শুরু হবে মহালয়ার আগমনী বার্তা। দিকে দিকে পুজোর আবহ শুরু হয়ে যাবে ওই বিশেষ দিন থেকেই। সেদিন, ভোরের আলো ফোটার আগেই শুরু হয়ে যায় চণ্ডী পাঠ, তারপরেই মানুষের চোখ রাখে টেলিভিশনের পর্দায়। শিউলি, চণ্ডী পাঠ আর মায়ের রূপের জাদুতে মিলেমিশে একাকার হয়ে যায় মহালয়ার শুভ সকাল।

এবারে আপনি চোখ রাখতে পারেন স্টার জলসার পর্দায়। কারণ, স্টার জলসার পর্দায় থাকছে বড় চমক। সনাতনী পার্বতীতে সেজে উঠেছেন দেবচন্দ্রিমা সিংহ রায়, মহিষাসুরমর্দিনী রূপে সেজেছেন সোনামণি সাহা, থাকছেন শোলাঙ্কি সহ আরও অনেক অভিনেত্রী। এছাড়াও, সৌরভ দাস থাকছেন মহিষাসুরের চরিত্রে।

মানুষ ইতিমধ্যে মন্টু পাইলট চরিত্রে সৌরভ দাসকে দেখেছেন বীভৎস লুকে, এবারে সেই মন্টু ওরফে সৌরভ কাঁপাতে আসছেন মহিষাসুর রূপে ধামাকা করতে। এই মন্টু অসুরকে দমন করতে তৈরি থাকছেন মোহর ওরফে সোনামণি।

ইতিমধ্যে, মহালয়ার টিজার মুক্তি পেয়েছে। এই প্রথম মহালয়ার টিজার দেখে মানুষ প্রশংসায় পঞ্চমুখ। প্রতিবার মহালয়ার চরিত্র নিয়ে নানান ধরনের সমালোচনা হয়, সেখানে এই বছরের টিজার দেখে নেট জনতা প্রশংসায় পঞ্চমুখ। বিশেষত তাদের প্রিয় মোহরকে দেবীর সাজে দেখে খুশিতে ডগমগ। একইভাবে প্রশংসা কুড়োচ্ছেন শোলাঙ্কি। প্রসঙ্গত, চলতি বছরে জি বাংলায় থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় মহিষাসুরমর্দিনী রূপে, কালার্স বাংলায় থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, এবং স্টার জলসায় প্রিয় সোনা। জোরদার টক্কর চলবে আগামী ২৫ শে সেপ্টেম্বর। কার টিআরপি বাড়ে আর কার কমে সেটা জানা যাবে ওই দিনই।

Related Articles