করণ জোহর (Karan Johar) যখন প্রথমবার ‘লাইগার’-এর পোস্টার শেয়ার করেছিলেন, বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)-কে নিয়ে মহিলাদের মধ্যে কার্যতঃ উন্মাদনা দেখা গিয়েছিল। বাদ যাননি বলিউড সেলেবরাও। প্রায় প্রত্যেকেই বিজয়কে ডেট করতে চেয়েছিলেন। ‘লাইগার’ ছিল বলিউডে বিজয়ের ডেবিউ ফিল্ম। তাঁর ব্র্যান্ড ভ্যালু নিয়ে নির্মাতাদের উৎসাহ ছিল তুঙ্গে। দক্ষিণী তারকা বিজয় হয়তো কার্তিক আরিয়ান (Kartik Aryan)-দের প্রতিযোগিতার মুখে ফেলে দেবেন বলে মনে করছিলেন অনেকে। কিন্তু সম্প্রতি ‘লাইগার’ মুক্তি পাওয়ার পর সেই ধারণায় অনেকটাই ভাটা পড়েছে।
‘লাইগার’ একটি স্পোর্টস ড্রামা। ফিল্মটি বক্স অফিসে ব্যর্থ হয়েছে। অনিশ্চিত হয়ে গিয়েছে বলিউডে দক্ষিণী তারকা বিজয়ের কেরিয়ার। কারণ তাঁর প্রথম হিন্দি ফিল্ম ফ্লপ হয়ে গিয়েছে। গত 25 শে অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ‘লাইগার’-এ বিজয়ের বিপরীতে অভিনয় করেছিলেন অনন্যা পান্ডে (Ananya Pandey)। এই জুটি দর্শকদের পছন্দ হয়নি। একশো কোটির বাজেটে তৈরি ‘লাইগার’ বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর শোনা যাচ্ছে, বিজয় প্রায় ছয় কোটির বেশি অর্থ প্রযোজকদের ফেরত দিতে চলেছেন। প্রসঙ্গত, পুরী জগন্নাথ (Puri Jagannath) পরিচালিত ফিল্ম ‘লাইগার’-এর প্রযোজক পুরী ছাড়াও করণ জোহর, চার্মি কৌর (Charmi Kaur) ও অপূর্ব মেহতা (Apurba Mehta)।
View this post on Instagram
প্রযোজকরা ‘লাইগার’-এর ব্যর্থতার কারণে অভাবনীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন। ফলে বিজয় তাঁদের টাকা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ‘লাইগার’ রিলিজের সময় যাঁরা বলিউড বয়কটের ডাক দিয়েছিলেন, তাঁদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন বিজয়। কারণ তিনিও নিশ্চিত ছিলেন ‘লাইগার’-এর সাফল্য নিয়ে। কিন্তু কার্যতঃ তা হয়নি।
‘লাইগার’-এ বিজয়ের ডেবিউ নিয়ে অনেকে উৎসাহিত থাকলেও ফিল্ম মুক্তি পাওয়ার পর এটুকু বোঝা গেল, দক্ষিণী তারকাদের অ্যাকশন দক্ষিণের ফিল্মে দেখতেই অভ্যস্ত দর্শকরা। তাঁদের চোখে বলিউডের ফিল্মের একটি অন্য ছবি আঁকা রয়েছে। এই কারণেই মূলতঃ ব্যর্থ হল ‘লাইগার’। অর্থাৎ দর্শকদের একাংশ বলিউডকে বলিউডেই রেখে দিলেন।
View this post on Instagram