পোস্ট অফিসের শূন্যপদে চলছে নিয়োগ, রইল আবেদন করার নিয়ম ও পদ্ধতি
ভারতীয় ডাক বিভাগে কয়েকশো শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। অর্থাৎ আবারো বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে৷ বিজ্ঞপ্তি অনুসারে হিমাচল প্রদেশ পোস্টাল সার্কেলে মোট ৬৩৪ শূন্যপদে গ্রামীণ ডাক সেবক সহ ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্টটেন্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদেও নিয়োগ করা হবে৷
আবেদন করার সময়ঃ আবেদন করতে ক্লিক করুন appost.in অথবা appost.in/gdsonline ওয়েবসাইটে। আবেদনের শেষ তারিখ ৬ নভেম্বর ২০২০৷
আবেদনের যোগ্যতাঃ ১৮ থেকে ৪০-এর মধ্যে যে কেউ এই চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুসারেই বয়সে ছাড় পাবেন৷ আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতেই হবে৷ চাকরিপ্রার্থীদের হিন্দি ভাষা জানা আবশ্যক। কোনও লিখিত পরীক্ষা হবে না৷
দশম শ্রেণীতে প্রাপ্য নম্বরের ভিত্তিতেই যোগ্যতামান নির্ধারিত হবে। এছাড়া স্বীকৃত কোনও স্কুল শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক পাশ করা আবশ্যক। এছাড়া আবেদনকারীদের বেসিক কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যক এবং সেই বিষয়ে সার্টিফিকেটও দেখাতে হবে। বেতনঃ পদ অনুযায়ী মাসিক বেতন মিলবে ১০,০০০ থেকে ১৪,৫০০ টাকা।