Vastu Tips: বৃহস্পতি থাকবে তুঙ্গে, বাড়ির এই দিকে রাখুন কলাগাছ
তুলসী গাছের মতন কলাগাছ আপনি বাড়িতে যদি এই স্থানে রাখতে পারেন, তাহলে আপনার অর্থভাগ্য ফিরে যাবে, এমনটাই বলছেন বাস্তু বিশেষজ্ঞরা। বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, নিয়ম মেনেই বাস্তুর নানান ধরনের ছোট ছোট টিপস মেনে চলেন তাহলে আপনার জীবনে কোন দিন কোন সমস্যা হবে না। কলাগাছ আমাদের জন্য অত্যন্ত শুভ। তাই তো যে কোন পূজা, অনুষ্ঠানে কলা গাছ ব্যবহার করা হয়ে থাকে, এছাড়াও দুর্গাপুজোর ব্যবহার করা হয় কলাগাছ। বিশেষজ্ঞরা বলছেন, হলুদ সুতোয় কলার মূল পরেন আপনি যদি আপনার শরীরে ধারণ করতে পারেন, তাহলে আপনি সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ টিপস –
কলা গাছ লাগানোর উপকারিতা –
১) আপনি যদি ঘরই কলা গাছ লাগান, তাহলে আপনি অর্থনৈতিক সংকট থেকে সহজেই মুক্তি পাবেন, আমরা অর্থনৈতিক সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য কত কিছুই না করে থাকি, কিন্তু কিছুতেই কোন ফল পাই না।
২) বাড়িতে যদি অবিবাহিত কন্যা থাকে, তাহলে কলাগাছ যদি লাগিয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি বিবাহ হয়ে যাবে। এছাড়া নারীদের অনেক উন্নতি করার প্রবণতাও থাকবে, যদি বাড়িতে কলাগাছ লাগান।
বাড়ির কোন দিকে কোন গাছ লাগাবেন –
বাড়ির উত্তর-পূর্বদিকে যদি কলা গাছ লাগাতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবন কতটা পাল্টে গেছে। বাস্তু বিজ্ঞানীরা মনে করেন, এই দিকটি কলা গাছ লাগানোর জন্য অত্যন্ত উপযুক্ত। তবে আপনি বাড়ির দক্ষিণ দিকে কলা গাছ রোপন করতে পারেন।
Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।