whatsapp channel

Gold Price Today: পুজোর মুখে ফের পতন সোনার দামে, সুবর্ণ সুযোগে কিনে নিন এখনিই

ঝাল, নরম-শক্ত, তেতো খবর বাদ দিন। বরং নিত্য দিন নজর রাখুন সোনার দামের পাতায়। খেয়াল রাখুন কবে কমছে সোনার দাম। যেদিন মনে হবে এই দামে কেনা সম্ভব, তক্ষুনি পা বাড়ান…

Avatar

ঝাল, নরম-শক্ত, তেতো খবর বাদ দিন। বরং নিত্য দিন নজর রাখুন সোনার দামের পাতায়। খেয়াল রাখুন কবে কমছে সোনার দাম। যেদিন মনে হবে এই দামে কেনা সম্ভব, তক্ষুনি পা বাড়ান সোনার দোকানে। এই যেমন সোনার দাম এখন নিচের দিকে, দিনদিন কমেই চলেছে সোনার দামের অঙ্ক। সেইজন্যেই, এই মুহূর্তে মধ্যবিত্তরা চওড়া হাসি হাসবে সোনার দামের পতন দেখে।

প্রতি পুজোতেই হয়তো জামা কাপড়, কসমেটিকস, ব্যাগ, জুতো কেনেন। এবার না হয় একটু সোনা কিনলেন। কারণ, বিগত কিছু মাস বা বছরে সোনার দাম ছিল আকাশছোঁয়া। সেই বাজারে সবার দাম এখন অনেকটা কম। তাই পুজোয় হয়ে যাক গোল্ড শপিং ।

২২ ক্যারেট সোনার দাম কলকাতায় – ৪,৫৮৫ টাকা ( ১ গ্রাম). গতকাল ছিল দাম ৪,৫৯৫ টাকা। অর্থাৎ, কমেছে ১০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেট সোনার দাম – ৪,৬১০ টাকা ( ১ গ্রাম) । চেন্নাইতে ২২ ক্যারেট সোনার দাম – ৪,৬৪০ টাকা ( ১ গ্রাম) অনুযায়ী।

২৪ ক্যারেট সোনার দাম কলকাতায় – ৫,০০২ টাকা। গতকাল এই দাম ছিল – ৫,০১৩ টাকা। অর্থাৎ কমেছে – ১১ টাকা।

যেহেতু ২২ ক্যারেট গহনা সোনার কেনাবেচা বেশি তাই শুধুমাত্র ২২ ক্যারেটের উপর বেশি আলোকপাত করা হল। সুতরাং দেরি না করে বুক করুন আপনার গহনা। প্রয়োজনে আজকের দাম বেধে নিন এবং বাকি টাকা মাসে মাসে দিয়ে ঘরে নিয়ে আসুন সোনার হাসি।