রচনা ব্যানার্জী (Rachana Banerjee) গত বছর যখন তাঁর শাড়ির ব্র্যান্ড ‘রচনা’স ক্রিয়েশন’ -এর ঘোষণা করেন, সেই সময় তাঁকে যথেষ্ট ট্রোলড হতে হয়েছিল। ‘রচনা’স ক্রিয়েশন’-এর প্রথম লাইভের পর অনেকেই বলেছিলেন, রচনার শাড়ির দামের তুলনায় কোয়ালিটি ভালো নয়। অনেকের মতে, গড়িয়াহাট থেকে শাড়ি কিনে নিজের ব্র্যান্ডের নামে বিক্রি করছেন রচনা। কিন্তু চলতি বছর পুজোর মুখে দেখা যাচ্ছে অন্য দৃশ্য। ‘রচনা’স ক্রিয়েশন’-এর পুজো স্পেশ্যাল শাড়ির চাহিদা ক্রমশ বাড়ছে। নিজের ব্র্যান্ডের জন্য নিজেই মডেলিং করেন রচনা। সম্প্রতি তাঁর অঙ্গে দেখা গেল লাল রঙের ঘিচা তসর শাড়ি।
এই ঘিচা তসরটি ‘রচনা’স ক্রিয়েশন’ ব্র্যান্ডের। পঁয়তাল্লিশ পেরিয়ে যাওয়া রচনা লাল রঙের শাড়িতে অনবদ্য। দক্ষিণ ভারতে একটি রীতি প্রচলিত রয়েছে। সেখানে অল্প বয়সী মেয়েরা হালকা রঙের শাড়ি পরেন। মহিলাদের একটু বেশি বয়স হলে তাঁরা পরেন ডিপ রঙের শাড়ি। রচনার পরনের লাল রঙের শাড়ি আবারও এই কথা মনে করিয়ে দিল। লাল শাড়িতে উজ্জ্বল রচনা শাড়ির সাথে কনট্রাস্ট করে পরেছেন নীল রঙের ব্লাউজ। শাড়ির আঁচলে রয়েছে বিভিন্ন অবয়বের কারুকার্য।
শাড়িটি যথেষ্ট গর্জাস। ফলে হালকা মেকআপ করেছেন রচনা। কপালে পরেছেন ছোট্ট টিপ। কানে সোনালি ঝুমকো। দুই হাতে সোনালি বালা পরেছেন। চুল ছাড়া রয়েছে। এই শাড়িটি ‘রচনা’স ক্রিয়েশন’-এর পুজো স্পেশ্যাল রেঞ্জের। শাড়িটির মূল্য চার হাজার তিনশো টাকা।
ঘিচা তসর ছাড়াও ‘রচনা’স ক্রিয়েশন’-এ পাওয়া যাবে বিভিন্ন ধরনের শাড়ি। এর মধ্যে রয়েছে লাইটওয়েট শাড়িও। রচনার ইন্সটাগ্রাম প্রোফাইলে প্রায় প্রতিটি শাড়ির ছবি রয়েছে।
View this post on Instagram