Weather: প্রাকৃতিক দুর্যোগের মুখে পাহাড়! ঘনিয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি
পুজোর মধ্যে অল্প বিস্তর বৃষ্টি হয়েছে, এবারে শেষ লক্ষ্মী পুজো। বিশেষত, লক্ষ্মী পুজোর পরের দিন, অর্থাৎ, সোমবার কলকাতার আকাশ রয়েছে আংশিক মেঘলা, কিছু জায়গায় অল্প বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আবারও হতে পারে ভারী বৃষ্টি (West Bengal Weather Update)। চলুন জানি বিস্তারিত।
যা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather update) ১) পাহাড় ভ্রমণের প্ল্যান থাকলে বাতিল করুন। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়িতে।
২) পার্বত্য এলাকায় বেশি বৃষ্টির পূর্বাভাস আপনার যাত্রা ভঙ্গ করতে পারে এবং বিপদ বাড়াতে পারে, তাই পাহাড় ভ্রমণ থেকে কিছুদিন বিরত থাকা ভালো।
৩) সূত্র জানাচ্ছে, উত্তরবঙ্গের বিভিন্ন নদীর জলস্তর বাড়তে পারে, এবং, নিচু এলাকা প্লাবিত হতে পারে। তরাই অঞ্চল ভাসতে পারে অধিক জলে।
৪) তুমুল বৃষ্টির পাশাপাশি প্রায় ২০০ কিমি বেগের ঝড় পর্যন্ত হতে পারে।
৫) উত্তরবঙ্গ ও সিকিম যাওয়ার প্ল্যান থাকলে সেই যাত্রাও কিছুদিনের জন্য স্থগিত রাখতে পারেন। কারণ সিকিমে চলবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। এতে করে ধস নামতে পারে পাহাড়ি এলাকায়।
কলকাতার অবস্থা?
এখনও পর্যন্ত কলকাতা ও তার আশেপাশের পরিবেশ ভারী বৃষ্টির থেকে রক্ষা পাবে। তবে তাপমাত্রা বেশি থাকার কারণে গরমে অস্বস্তি বাড়বে, এবং বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ৩৩ ডিগ্রি। অনুভব হবে ৩৮ ডিগ্রির মতন।