Advertisements

বাড়িতে পুজোর জায়গায় শঙ্খ রাখলে সংসারের ক্ষতি এড়াতে যে আটটি কাজ ভুলেও করবেন‌ না

Avatar

HoopHaap Digital Media

Follow

হিন্দু বাড়িতে প্রতি সন্ধ্যেবেলা তুলসী তলায় প্রদীপ দিয়ে শাঁখ বাজানোর নিয়ম রীতি নীতি প্রচলিত রয়েছে। শুধু তাই নয়, যে কোনো শুভ অনুষ্ঠান অন্নপ্রাশন, বিবাহ, উপনয়ন সব কিছুতেই শাঁখ বাজানো হয়। বাড়িতে শঙ্খ কিনেছেন অথচ শাঁখ কিভাবে রাখবেন তা জানেন না, এমনটা হলে কিন্তু সংসারের মহাবিপদ। নিজের অজান্তেই বিপদকে ডেকে আনবেন আপনি। তাই জেনে নিন কিছু নিয়ম কানুন-

১) শাঁখ মূলত দুই প্রকার হয়। কিছু শাঁখ বাজানো হয়, আবার কিছু শাঁখ দুধ বা গঙ্গা জল দিয়ে পুজো করা হয়। একসঙ্গে দু’ধরনের শঙ্খ কেনা উচিত।

২) শাঁখ কখনোই যেখানে-সেখানে রাখবেন না। যে শঙ্খ বাজানোর জন্য ব্যবহার করা হচ্ছে তাকে হলুদ কাপড়ের উপর রাখতে হয়। এতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়।

৩) যে শঙ্খ পুজোর জন্য ব্যবহার করা হয় তাকে সর্বদা সাদা কাপড়ের ওপর রাখতে হয়।

৪) পুজোর জন্য যে শঙ্খ ব্যবহৃত হয় তাকে সর্বদা উপরে রাখতে হয়। কখনোই একটি মাটিতে ফেলে রাখবেন না।

৫) শঙ্খের জল যেন কখনোই দেবাদিদেব মহাদেবের গায়ে না লাগে। এতে সংসারে চরম অমঙ্গল ঘনিয়ে আসে।

৬) শঙ্খ বাজার থেকে কিনে এনেই সেটি ঠাকুরের সিংহাসনের কাছে কখনোই রাখবেন না। আগে তাকে গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে।

৭) সবসময় শঙ্খের ছুঁচালো দিক ভগবানের দিকে রাখতে হবে। ভুলেও শঙ্খের মুখ দেবতাদের দিকে ঘুরিয়ে রাখবেন না।

৮) সবশেষে শঙ্খের উপরে স্বস্তিক চিহ্ন এঁকে দিতে হবে। এতে অশুভ শক্তির বিনাশ ঘটে।

Avatar

...

Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow