কার কথায় সুশান্তের পোস্টমর্টেম তড়িঘড়ি সেরে ফেলা হয়েছিল! পুলিশের চাপে মুখ খুললেন চিকিৎসক
সুশান্তের মৃত্যু রহস্যের প্রতি পরতে পরতে দেখা দিয়েছে বিতর্ক, সন্দেহ ও অজস্র সংশয়। প্রশ্ন উঠেছিল পোস্টমর্টেম নিয়ে তাড়াহুড়ো করাতেও। সুশান্তের দ্রুত পোস্টমর্টেম করার কারণ এবার উঠে এল সংবাদ মাধ্যমের সামনে।
উল্লেখ্য, ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাটে মৃত্যুর পর সুশান্তের দেহের পোস্টমর্টেম ওইদিনই করা হয়ে যায়। পোস্টমর্টেম নিয়ে এত তাড়াহুড়ো করা নিয়ে একাধিক সন্দেহসূচক প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। এবার তার উত্তর পাওয়া গেল সুশান্তের পোস্টমর্টেম করা ডাক্তার শচীন সোনওয়ানের থেকে।
শচীন সোনওয়ানের বক্তব্য সুশান্তের দিদি এবং জামাইবাবু হরিয়ানা পুলিশের এসপি ও.পি সিংয়ের অনুরোধেই দ্রুত পোস্টমর্টেম করা হয়েছে। সূত্রের খবর পোস্টমর্টেম করতে সময় লেগেছে দেড় ঘণ্টা। পোস্টমর্টেম রাতে কেন করা হয়েছিল এর উত্তরে সোনওয়ানে জানান–মুম্বইতে পোস্টমর্টেম করার এমন কোনো নিয়ম নেই, তাই রাতে করা হয়েছিল।
উল্লেখ্য, এর মধ্যে সিবিআই বান্দ্রা পুলিশ স্টেশন থেকে কেস ডায়েরি এবং সুশান্ত সম্পর্কিত কাগজপত্র নিয়ে নিয়েছে। সিবিআই সুশান্তের হাউস ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি সুশান্তের ঘরে ঘটনার ডামি টেস্ট করার প্রস্তুতি নিচ্ছে।