কৃষ্ণকলিকে টক্কর দিয়ে হারিয়ে দিল মোহর
টেলিভিশনের ধারাবাহিক প্রতি বাঙালি সন্ধ্যে হলেই টিভির সামনে বসে যায়। তাদের বিভিন্ন সিরিয়াল তাদের মন জয় করে আসছেন অনেকদিন থেকেই। সিরিয়ালের মধ্যেও টিআরপি নিয়ে অনেকেই আলোচনা করে। বিভিন্ন সিরিয়ালের বিভিন্ন টিআরপি হয়। জিবাংলা এবং স্টার জলসার মধ্যে সিরিয়াল গুলির কোনটা টিআরপি এবং কোনটা টিআরপি বেশি।
প্রথম দশটি সিরিয়াল হলো ‘মোহর’ সিরিয়ালের 9.1, ‘কে আপন কে পর’এর 8.5, কৃষ্ণকলি এর 8.1, ‘সাজ বাতি’ এর 8.0, ‘শ্রীময়ী’র 7.6, ‘রানী রাসমণি’র 7.2, ‘যমুনা ঢাকি’6.8, ‘মহাপীঠ তারাপীঠ’র 5.7, ‘ত্রিনয়নী’ এবং ‘ফিরকি’র 5.1, ‘আলোছায়া’ এবং ‘কোড়া পাখি’র 4.9।
‘কপালকুণ্ডলা’র 4.6, ‘কাদম্বিনী’ (জি বাংলা)4.4, ‘কি করে বলবো তোমায়’, ‘তিতলি’এবং ‘প্রথম কাদম্বরী’র 4.2, ‘চুনি পান্না’ 3.5, ‘সৌদা মনি’ এবং ‘এখানে আকাশ নীল’র 3.3, জয় বাবা লোকনাথ’র 3.2, ধ্রুবতারা এবং রাধা কৃষ্ণ2.2, নেতাজি র 1.9, বোঝেনা সে বোঝেনা এবং ইরাবতীর চুপকথা র1.8, ভূত ও গোয়েন্দা গিন্নি র1.5, সুবর্ণলতা র1.3, রামায়ণ এর 1.1, দীপ জ্বেলে যাই এর 0.9, ওগো বধূ সুন্দরী এর 0.7, দুর্গা দুর্গেশ্বরী 0.6।
এই সারির প্রথম পাঁচটি সিরিয়াল ‘কে আপন কে পর’, ‘মোহরক্স’, ‘সাঁজবাতি’ ‘কৃষ্ণকলি’ ও ‘শ্রীময়ী’। এছাড়াও রিয়ালিটি শো এর মধ্যে প্রথমে রয়েছেন ‘দাদাগিরি’, তারপর ‘দিদি নাম্বার ওয়ান’ তারপর ‘রান্নাঘর’, ‘রান্না বান্না’, ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’।