প্রভাব বিস্তার করছে বর্ষা, দুই বঙ্গেই ভারী বৃষ্টির পূর্বাভাস, রইল আবহাওয়া রিপোর্ট
আজ সারাদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ সারাদিনই আকাশ মেঘলা থাকবে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ সারাদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। আগামীকাল মঙ্গলবার ও বুধবারে তুলনামূলক কম বৃষ্টি হবে। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবার বাড়বে বৃষ্টির পরিমাণ। আগামী ৪৮ ঘন্টা আদ্রতাজনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে।
শহর কলকাতায় আজ সারাদিন কখনো মেঘলা আবার কখনো পরিষ্কার আকাশ থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মাঝে দু-এক পশলা বৃষ্টিও হতে পারে। আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল সন্ধ্যায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ অনেকটাই বেশি। ৮০-৯৫ শতাংশ আপেক্ষিক আদ্রতার পরিমাণ বাতাসে। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩৫.৪ মিলিমিটারের কিছু বেশি।
দক্ষিণবঙ্গে কম বৃষ্টিপাত হলেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা গুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। বুধবার থেকে কোচবিহার ও অলিপুদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়িতেও। চলতি সপ্তাহে দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি এই জেলাগুলিতে ৭০-২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।