Hoop News

Weather Forecast: দিনভর অস্বস্তি, বিকেলে ঝড়বৃষ্টি, ঈদের সন্ধ্যায় দুর্যোগের পূর্বাভাস জেলায় জেলায়

আজ খুশির ঈদ। সারা দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষজন আজ ঈদ উৎসব পালন করে থাকে। এদিকে আর কয়েকটা দিন পরেই আসছে পয়লা বৈশাখ। এই দিনটি থেকে নতুন বছরের সূচনা হয় বাংলায়। তবে ইংরেজি নববর্ষ যেভাবে আরামদায়ক শীতে পালিত হয়, বাংলা নববর্ষের ক্ষেত্রে ছবিটা এক্কেবারে উল্টো হয়। কারণ গ্রীষ্মের ভ্যাপসা গরমে কাটে বাঙালির নতুন বছরের প্রথম দিনটি। আর এবারেও তেমনটা হতে চলেছে বলে আভাষ দিচ্ছে প্রকৃতি। কারণ ইতিমধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ফলস্বরূপ চৈত্রের মাঝেই গ্রীষ্মের প্রভাব লক্ষ্যনীয়।

তবে এই ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে দক্ষিণবঙ্গবাসী। কারণ গত দুদিন ধরেই রাজ্যের আকাশ রয়েছে মেঘলা। গত কয়েকদিন ধরেই জেলায় জেলায় চলছে বৃষ্টিপাত। এর কারণে গ্রীষ্মের দাপট কিছুটা হলেও ফিকে হয়েছে জেলায় জেলায়। একধাক্কায় অনেকটা তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আজ অস্বস্তি বাড়বে জেলায় জেলায়। এখন একনজরে দেখে নিন আজকের আবহাওয়ার পূর্বাভাস।

● কলকাতার আবহাওয়া: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতায় বৃষ্টির পূর্বাভাস নেই বললেই চলে। তবে আজ সকাল থেকে মেঘলা থাকবে শহরের আবহাওয়া। সেই কারণে ভ্যাপসা গরম লাগবে দিনভর। আজ কলকাতার বুকে তাপমাত্রা কিছুটা বাড়ছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

● দক্ষিণবঙ্গের আবহাওয়া: আজ বিকেলের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় মেঘলা আকাশ রয়েছে। কোথাও কোথাও গতকাল বৃষ্টিপাত হয়েছে। তবে আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলাতেও ছিটেফোঁটা বৃষ্টি হবে।

● উত্তরবঙ্গের আবহাওয়া: আজ উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ উত্তরবঙ্গের এইসব জেলায় হালকা বৃষ্টিপাত ও হালকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ঘন্টায় ৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

Related Articles