Hoop Life

বর্ষাকালে পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচার ৭টি ঘরোয়া কৌশল

বাড়িতে মশা-মাছি ইত্যাদির উপদ্রব তো থাকেই তবে বর্ষাকালে যেন এদের উপদ্রব আরো খানিকটা বেড়ে যায়। সঙ্গে যোগ হয় কেঁচো, পিঁপড়ে, ছোট ছোট শামুক ইত্যাদি।

প্রথমত, বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন। কোথাও জল জমতে দেবেন না। চারিদিকে মাঝে মধ্যেই ব্লিচিং ছড়িয়ে দিন।

দ্বিতীয়ত, রান্নাঘরের বেসিন সর্বদা পরিস্কার রাখুন। মাঝেমধ্যেই সামান্য উষ্ণ গরম জলের মধ্যে এক চামচ ভিনিগার এবং খাবার সোডা দিয়ে ভালো করে গুলিয়ে বেসিনে ঢেলে দিয়ে পাইপ পরিষ্কার করুন।

তৃতীয়ত, বর্ষাকালে অনেক সময় মাছির উপদ্রব বেড়ে যায়। মাছি তাড়ানোর জন্য আধ কাপ জলে একটু কর্পূর দিয়ে ঘরের এক কোণে ফেলে রাখুন।

চতুর্থত, মাঝে মাঝে ফিনাইল দিয়ে ঘর মুছে নিন। ফিনাইল এর গন্ধ উগ্র লাগলে ডেটল ব্যবহার করতে পারেন।

পঞ্চমত, রান্নাঘরের সর্বদা ঢাকা দেওয়া ময়লার পাত্র ব্যবহার করবেন। ঘরের কোনায় কোনায় নিমপাতা ছড়িয়ে রাখতে পারেন।

ষষ্ঠত, সন্ধ্যেবেলা হলে ঘরে ধুনো জ্বালালে সঙ্গে কয়েকটা তেজপাতা এবং ব্যবহার করা চা পাতা ছড়িয়ে দিন। এতে মশা, মাছির উপদ্রব থেকে অনেকটা রেহাই পাওয়া যায়।

সপ্তমত, প্রতিদিন বাথরুম ফিনাইল, ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করে নিন।

whatsapp logo