whatsapp channel

বাড়ি বসেই ফোন দিয়ে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করুন, রইল পদ্ধতি

এবার ঘরে বসে স্মার্টফোনেই আবেদন করা যাবে রেশন কার্ডের জন্য। তার জন্য লাগবে কিছু নথিপত্র। আর এই রেশন কার্ড থাকলে দেশের যেকোনো জায়গা থেকে রেশন পাবেন রেশন গ্রাহকেরা। খুব সহজ…

Avatar

HoopHaap Digital Media

এবার ঘরে বসে স্মার্টফোনেই আবেদন করা যাবে রেশন কার্ডের জন্য। তার জন্য লাগবে কিছু নথিপত্র। আর এই রেশন কার্ড থাকলে দেশের যেকোনো জায়গা থেকে রেশন পাবেন রেশন গ্রাহকেরা। খুব সহজ পদ্ধতিতে এই রেশন কার্ড তৈরি করা যাবে। দেশ জুড়ে ‘এক দেশ, এক রেশন কার্ড’-এর পর রেশন কার্ড বানানো আরও জরুরি হয়ে পড়েছে। একটি ওয়েবসাইটের মাধ্যমে রেশন কার্ডের আবেদন করা যাবে। রেশন কার্ড তৈরির আবেদন করার সময় ৫-৪৫ টাকা জমা দিতে হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তবে দেখে নিন কীভাবে রেশন কার্ড তৈরির আবেদন করবেন-

পশ্চিমবঙ্গের বাসিন্দারা https://wbpds.gov.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। তবে আবেদন করতে গেলে কয়েকটি শর্ত মানতে হবে। প্রথমত, আবেদনকারীকে ভারতীয় হতে হবে। দ্বিতীয়ত,আবেদনকারীর কাছে অন্য রাজ্যের রেশন থাকলে পুনরায় রেশন কার্ড তৈরির আবেদন গৃহীত হবে না। তৃতীয়ত, আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছরের অধিক। চতুর্থত, যদি সন্তানের বয়স ১৮ বছর হয় তবে বাবা অথবা মা’য়ের রেশন কার্ডে সামিল করা হবে।

এরপর আবেদনকারীকে তাঁর রাজ্যের সরকারি ওয়েবসাইটে প্রবেশ করে Apply online for ration card লিঙ্কে ক্লিক করবেন। এরপর রেশন কার্ড তৈরি করতে যে তথ্যগুলি লাগবে তা হল আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট, হেলথ কার্ড বা ড্রাইভিং লাইসেন্স আইডি। আবেদনের পদ্ধতি শেষ হলে চার্জ ও অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর ফিল্ড ভেরিফিকেশন হবে। আবেদনপত্র সব সঠিক থাকলে তৈরি হয়ে যাবে রেশন কার্ড।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media