whatsapp channel

ভারী বৃষ্টির কবলে উত্তরবঙ্গ, জেলায় জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা রাজ্যজুড়ে

উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। তবে এবার দক্ষিণবঙ্গেও জোরকদমে বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, নদীয়া, পূর্ব মেদিনীপুর ও দুই ২৪…

Avatar

HoopHaap Digital Media

উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। তবে এবার দক্ষিণবঙ্গেও জোরকদমে বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, নদীয়া, পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশের উপরে অবস্থান করার ফলে বাংলাতে বৃষ্টির সম্ভাবনা শুরু হচ্ছে।

এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের নদীগুলিতে জল বিপদসীমার বাইরে আশঙ্কা করা হয়েছে। বেশ কিছু এলাকাতে প্রবল ধসের সম্ভাবনাও রয়েছে। তাই এই জেলাগুলির জন্য লাল সতর্কতা জারি হয়েছে।

আজ সকাল থেকেই কলকাতা শহরে বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকেই আকাশ মেঘলা। বেশ কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media