যে ৬ টি বাজে অভ্যাসের কারণে মা লক্ষ্মী রুষ্ট হন
বিছানায় অনেকেই এই কাজগুলি করে থাকেন কিন্তু আমরা প্রত্যেকেই চাই আমাদের গৃহে মা লক্ষ্মী বিরাজ করুক। মা লক্ষ্মীকে গৃহে আটকে রাখতে চাইলে এই কাজগুলো কখনোই করা উচিত নয়।
প্রথমত, বিছানায় বসে কোন কিছু আহার করা একদমই উচিত নয়। এতে মা লক্ষ্মী রুষ্ট হন।
দ্বিতীয়ত, রাত্রিবেলা শোয়ার সময় কখনোই খোলা চুলে শোয়া উচিত নয়, এটি করলে আপনার গৃহে নেগেটিভ শক্তি চলে আসবে। যাতে গৃহের অমঙ্গল হবে।
তৃতীয়ত, বিছানার উপরে টাকা-পয়সা রাখা একদমই উচিত নয়। অনেকেরই স্বভাব থাকে বিছানায় বালিশের নিচে বা তোশকের নিচে লুকিয়ে টাকা-পয়সা রাখা, কিন্তু এতে মা লক্ষ্মী ভীষণভাবে রুষ্ট হন।
চতুর্থত, ঘুমানোর সময় মাথার পাশে কোনরকম এলেক্ট্রনিকস গুডস যেমন মোবাইল ফোন ইত্যাদি রাখা একদম উচিত নয়।
পঞ্চমত, বিছানার মাথার দিকে এবং পায়ের দিকে কোন রকম আলমারি বা আসবাবপত্র রাখা উচিত নয়। ঘরে জায়গা থাকলে তা বিছানা থেকে একটু সরিয়ে রাখা উচিত।
ষষ্ঠত, যে পোশাকটি পরে পরের দিন ঠাকুর ঘরে গিয়ে পুজো দেবেন, সেই পোশাক কখনোই বিছানায় রাখা উচিত নয়।