সুশান্তের মৃত্যু নিয়ে পুলিশকে সব কিছু জানিয়ে দিল এই অভিনেত্রী
গত ১৪ই জুন বান্দ্রার বাড়িতে আত্মহত্যা করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। পুলিশের ধারণা সুশান্তের মৃত্যুর তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে পরিচালক শেখর কাপুরের৷ কারণ তার সঙ্গে সুশান্তের কাজ করার কথা ছিল ‘পানি’ নামক ছবিতে৷ যদিও ছবির কাজ শুরুই হয়নি। এই বিষয়ে অবশ্য দুঃখপ্রকাশ করেছিলেন পরিচালক শেখর কাপুর৷ তিনি এই প্রসঙ্গে ট্যুইটও করেছিলেন৷
অন্যদিকে, সুশান্তের সাথে অভিনয় করা শেষ ছবির অভিনেত্রী সঞ্জনা সাংঘিকে টানা ৭ ঘণ্টার বেশি সময় ধরে জেরা করে বান্দ্রা থানার পুলিশ৷ জানা গিয়েছে আগামী, ২৪শে জুলাই তাদের ছবি ‘দিল বেচারা’ মুক্তি পাবে ডিজনি হটস্টারে৷ তার বয়ানে যেখানে যেখানে অসঙ্গতি মনে হয়েছে তা রেকর্ড করেছে পুলিশ। এরপর জেরা করা হবে শেখর কাপুরকে। যশরাজ ফিল্মসের সঙ্গে সুশান্তের চুক্তি, মতবিরোধ ইত্যাদি সম্পর্কে জানতে চাওয়া হবে শেখরের থেকে।
জানা গিয়েছে মোট ৩টি ছবির জন্য সুশান্তের সঙ্গে চুক্তি হয় যশরাজ ফিল্মসের৷ চুক্তি অনুযায়ী প্রথম ছবির জন্য ৩০ লক্ষ, দ্বিতীয় ছবির জন্য ৬০ লক্ষ এবং তৃতীয় ছবির জন্য ১ কোটি টাকা দেওয়ার কথা ছিল সুশান্তকে৷ যদিও চুক্তি অনুযায়ী প্রথম ছবি ‘শুদ্ধ দেশি রোম্যান্স’র জন্য সুশান্ত পেয়েছিলেন ৩০ লক্ষ টাকা এবং ২০১৫ সালে ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সি’ ছবির জন্যই সুশান্ত পেয়েছিলেন ১ কোটি টাকা৷ কিন্তু চুক্তির শেষ ছবি ছিল শেখর কাপুরের ‘পানি’৷ তবে কিছু সমস্যার কারণে সেই ছবি তৈরিই হয়নি৷ এরপর ২০১৫ সালেই যশরাজের সঙ্গে করা চুক্তি ভেঙে ফেলেন সুশান্ত৷